×

জাতীয়

নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা হলে বিএনপি-জামায়াত কাউকে ছাড় নয়

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৫ নভেম্বর ২০১৮, ০৯:৪৩ পিএম

নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা হলে বিএনপি-জামায়াত কাউকে ছাড় নয়
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, চার দলীয় জোট সরকারের পিছিয়ে পড়া দেশকে গত ১০ বছরে উন্নয়নের শিখরে পৌঁছে দিয়েছে আওয়ামী লীগ সরকার। জণগণ আর জ্বালাও পোড়াও যুগে ফিরতে চায় না। আওয়ামী লীগ জনগণের সেবা করে রামকৃষ্ণ মিশন চালায় না। আগামী সংসদ নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নিরপেক্ষ নির্বাচন। এতে কোনো রকম বিশৃঙ্খলা হলে বিএনপি-জামায়াত কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বিএনপিকে উদ্দেশ্যে বলেন, গত নির্বাচনে আপনারা আসেননি আমার খালি মাঠে গোল দিয়েছি। এখন আর খালি মাঠে গোল দিতে চাই না। নির্বাচনে আসুন খেলা হবে ভোটের মাঠে। তিনি বলেন, ড. কামাল হোসেন হোসেন নিজেই সংবিধান প্রণয়ন করেছেন। এখন তিনিই সংবিধানের বিরুদ্ধাচারণ করছেন। নির্বাচন সংবিধান অনুযায়ীই হবে এবং শেখ হাসিনার অধীনেই হবে এর কোন ব্যাতয় ঘটবে না। তিনি সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ আয়োজিত সোমবার বিকেলে শহরের মুক্তির সোপানে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা আওয়া মীলীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাবিবে মিল্লাত এমপি, সাংসদ হাসিবুর রহমান স্বপন, তানভীর ইমাম, গাজী আমজাদ হোসেন মিলন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App