×

আন্তর্জাতিক

বাহরাইনে বিরোধী নেতার যাবজ্জীবন কারাদণ্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:০৪ পিএম

বাহরাইনে বিরোধী নেতার যাবজ্জীবন কারাদণ্ড
কাতারের পক্ষে গুপ্তচরবৃত্তির দায়ে বাহরাইনের বিরোধী দলের নেতা শেখ আলি সালমানকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে দেশটির এক আপিল আদালত। রবিবার তাকে এই দণ্ড দেয়া হয় বলে বিবিসি জানায়। প্রতিদ্বন্দ্বি রাষ্ট্র কাতারের সঙ্গে শেখ সালমানের ‘গোপন আঁতাত’ রয়েছে- এমন অভিযোগ কয়েক মাস আগে প্রাথমিক স্তরেই বাতিল করে বাহরাইনের হাইকোর্ট। ২০১৭ সালে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে বাহরাইন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি আদালতের এই রায়কে ‘হাস্যকর রায়’ বলে উল্লেখ করেছেন। ভিন্নমতালম্বীদের বিরুদ্ধে চলমান অভিযানের মধ্যেই এই রায় দিল আদালত। অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার পরিচালক হেবা মোরায়েফ বলেন, ‘বিরুদ্ধ মতবাদকে বন্ধ করতে আদালতের এই রায় বাহরাইন কর্তৃপক্ষের একটি নিষ্ঠুর ও বেআইনি প্রচেষ্টা।’ ‘শেখ আলি সালমান বিবেকের বন্দি। শুধুমাত্র শান্তিপূর্ণভাবে বাকস্বাধীনতার চর্চা করার ‘অপরাধেই’ তাকে কারাদণ্ড দেয়া হয়েছে।’ আল-ওয়েফাক মুভমেন্টের নেতা শেখ আলি সালমান। তার এই দলকে এখন দেশটির সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। তার বিরুদ্ধে অভিযোগ, ২০১১ সালে কাতারকে সঙ্গে যোগসাজশে বিরোধী দলের নেতা হাসান সুলতান ও আলি আল-আসওয়াসহ সরকারবিরোধী বিক্ষোভে ইন্ধন দিয়েছেন শেখ আলি সালমান। তবে তিনি এই অভিযোগ অস্বীকার করেছেন। সন্ত্রাসবাদের মদত দেয়ার অভিযোগ এনে ২০১৭ সালের জুনে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও মিশর। এরপরই শেখ আলি সালমানের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। ওই সময় ওয়েফেক বলেছে, তাদের নেতার কারাদণ্ড দীর্ঘায়িত করার জন্য বাহরাইন সরকার এসব অভিযোগ করেছে। ২০১৫ সাল থেকে কারাবন্দি আছেন শেখ আলি সালমান। আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেনশেখ আলি সালমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App