×

জাতীয়

বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার জনের দণ্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৯:৩১ পিএম

বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে চার জনের দণ্ড
যশোরের কেশবপুরে বাল্যবিবাহের অপরাধে ভ্রাম্যমাণ আদালত নিকাহ রেজিস্টার, বর, মেয়ের পিতাসহ ৪ জনকে কারাদণ্ডাদেশ দিয়েছেন। কারাদণ্ডপ্রাপ্তদের পুলিশ জেল হাজতে প্রেরণ করেছে। উপজেলা নির্বাহী অফিস ও পুলিশ জানায়, শনিবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলির মেয়ে ১০ম শ্রেণির ছাত্রীর বিয়ের প্রস্তুতির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। ওই মেয়েকে পার্শ্ববর্তী জাহানপুর গ্রামের আকামত আলির ছেলে তোফাজ্জেল হোসেনের সঙ্গে বিবাহ হয়। উপজেলা নির্বাহী অফিসার খবর পেয়ে বিয়ে বাড়িতে হাজির হয়ে বাল্যবিবাহের অপরাধ ও সহায়তা প্রদান করায় কেশবপুর শহরের নিকাহ রেজিস্টার (কাজী) ইমরান হোসেনকে ২ বছর, বর তোফাজ্জল হোসেনকে ২ বছর, মেয়ের পিতা মোহাম্মদ আলিকে ১ বছর ও মেয়ের মামা লিটন হোসেনকে ১ বছর কারাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. মিজানুর রহমান বলেন, বাল্যবিবাহের অপরাধ ও বাল্যবিবাহে সহায়তা করায় তাদেরকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ মো. শাহিন জানান, কারাদণ্ডপ্রাপ্তদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App