×

খেলা

তাইজুলের ঘূর্ণিতে ২৮২ রানে অলআউট জিম্বাবুয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ১২:০৯ পিএম

তাইজুলের ঘূর্ণিতে ২৮২ রানে অলআউট জিম্বাবুয়ে
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে। তাইজুল ইসলাম নিয়েছেন ৬ উইকেট। দ্রতই জিম্বাবুয়ে শিবিরে আবার আঘাত হেনেছে বাংলাদেশ। এবার ব্রেন্ডন মাভুতাকে ফিরিয়েছেন নাজমুল ইসলাম অপু। বাঁহাতি স্পিনারের সোজা বল ডিফেন্ড করতে চেয়েছিলেন মাভুতা। কিন্তু বলের লাইন মিস করে হন এলবিডব্লিউ (৩)। ইনিংসে এটি অপুর দ্বিতীয় উইকেট। জিম্বাবুয়ের স্কোর তখন ৮ উইকেটে ২৭৩। দ্বিতীয় দিনে রেগিস চাকাভাকে আউট করার পর ওয়েলিংটন মাসাকাদজাকেও ফিরিয়েছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারের অফ স্টাম্পের বল মাসাকাদজার ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের গ্লাভসে জমা হয়। ইনিংসে এটি তাইজুলের চতুর্থ উইকেট। ২৮ বলে ৪ রান করেন মাসাকাদজা। তার বিদায়ের সময় জিম্বাবুয়ের স্কোর ৭ উইকেটে ২৬৮। রেগিস চাকাভাকে আউট করে ৬০ রানের ষষ্ঠ উইকেট জুটি ভেঙেছেন তাইজুল ইসলাম। বাঁহাতি স্পিনারকে লেগ সাইডে খেলেছিলেন চাকাভা। শর্ট লেগে দারুণ ক্যাচ নেন নাজমুল হোসেন শান্ত। প্রথমে যদিও বল হাতে জমাতে পারেননি তিনি। বল লাগে তার শরীরে। এরপর হাতে-পায়ে লেগে আটকে যায় দুই পায়ের ফাঁকে। আগের দিনও একই জায়গায় ভালো একটি ক্যাচ নিয়েছিলেন শান্ত। ৮৫ বলে ২ চারে ২৮ রান করেন চাকাভা। তার বিদায়ের সময় জিম্বাবুয়ের স্কোর ৬ উইকেটে ২৬১ রান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App