×

আন্তর্জাতিক

চীনে সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:৪৮ পিএম

চীনে সড়ক দুর্ঘটনায় ১৫জন নিহত

চীনের লানঝু শহরে সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় আরো ৪৪ জন আহত হয়েছে। গতকাল শনিবার (০৩ নভেম্বর) রাতে শহরের এক্সপ্রেসওয়ে টোল স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

আজ রোববার লানঝু শহরের প্রচার বিভাগ জানায়, রাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে এক্সপ্রেসওয়ে টোল স্টেশনের লাইনে দাঁড়িয়ে থাকা ৩১টি প্রাইভেটকারের ওপর উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ১৫ জন নিহত ও ৪৪ জন আহত হন। আহত ৪৪ জনের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। ইতোমধ্যে এ দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্তে নেমেছে পুলিশ।

সম্প্রতি দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় চংকুইং শহরের যাত্রী ও চালকের মধ্যে বাকবিতণ্ডার পর নারী যাত্রীর মারধরের ঘটনায় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি নদীতে পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়। শুধু ২০১৫ সালেই চীনজুড়ে দুর্ঘটনায় মারা গেছে ৫৮ হাজার মানুষ।

সমীক্ষা বলছে, দেশটিতে প্রায় ৯০ শতাংশ দুর্ঘটনার কারণ ট্রাফিক আইন লঙ্ঘন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App