জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী সাংবাদিকতা পেশায় যোগ দিয়েছেন। শনিবার ছিল জনপ্রিয় এই চিত্রতারকার জন্মদিন। উত্তরায় নিজের রেস্তোরাঁয় অনলাইন পত্রিকা চালুর ঘোষণা দেন তিনি।
মৌসুমী জানান, ‘ইয়েস নিউজ বিডি ডটকম’ নামের অনলাইন পত্রিকাটির সম্পাদকের দায়িত্বে আছেন তিনি।
তিনি বলেন, সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালোলাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিকতার ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো। ইয়েস নিউজ সবসময় সত্যকে সঙ্গে নিয়ে চলবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।