×

পুরনো খবর

হালদা নদীর পাড়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১০:২৫ পিএম

জাতীয় রক্তদাতা দিবস উপলক্ষে আজ হালদা নদীর পাড়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কর্মসূচি পালন করা হয়।

‘রক্তের গ্রুপ জেনে নিন, জীবন বাঁচাতে রক্ত দিন’ এই স্লোগানে হাটহাজারীর সম্মিলিত রক্তদান ফোরামের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

হালদা পাড়ের নির্মাণাধীন পর্যটন এলাকায় তিন শতাধিক পর্যটকের রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের উপকারিতা তুলে ধরে তাদের রক্তদানে উদ্বুদ্ধ করেন সংগঠনের কর্মীরা। সংগঠনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার এম এন এ রুবেল জানান, মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে যাদের রক্তের প্রয়োজন তাদের কাছে রক্ত পৌঁছে দেয়ার চেষ্টা করি আমরা। রক্তের জন্য যেন মানুষের কোনো কষ্ট না হয়, সেজন্য আমাদের সদস্যরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন- সমাজসেবক নাজিম উদ্দিন মিয়াজী, সাজ্জাদ হোসেন ওয়াহিদ, মহিউদ্দিন, খালেদ, শুভ, মন্নানসহ অন্যান্য কর্মীরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App