×

বিনোদন

রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ১১:১০ এএম

রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর
বাংলাদেশে দলীয় পর্যায়ে রবীন্দ্রনাথের নাটকের নিয়মিত চর্চার প্রথম প্রয়াস প্রাঙ্গণেমোর। এই নাট্যদলের কার্যক্রম বাংলাদেশে নিয়মিতভাবে রবীন্দ্র নাট্যচর্চার ক্ষেত্রে নতুন প্রাণ সঞ্চার করেছে এ কথা বাংলাদেশের নাট্যাঙ্গনে স্বীকৃত সত্য। রবীন্দ্র নাট্যচর্চার সাফল্যের ধারাবাহিকতায় তারুণ্যদীপ্ত প্রাঙ্গণেমোর নাট্যদল এবার আয়োজন করল দলীয় পাঁচটি প্রযোজনা নিয়ে অনন্য এক নাট্যায়োজন ‘রবীন্দ্রনাথে পাঁচ দিন প্রাঙ্গণেমোর’। গতকাল শুক্রবার নাটক সরণির বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে এ নাট্যায়োজনটির উদ্বোধন করলেন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডের সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর আরিফ খান। প্রাঙ্গণেমোর নাট্যদলের পাঁচ দিনের এ আয়োজনে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা অবলম্বনে অনন্ত হীরার নির্দেশনায় একটি এবং নূনা আফরোজের নির্দেশনায় চারটি নাটকের মঞ্চায়ন হবে। গতকাল উদ্বোধনী দিনে মঞ্চায়ন হলো রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস অবলম্বনে নাটক শেষের কবিতা। এর নাট্যরূপ দিয়েছেন অনন্ত হিরা আর নির্দেশনায় ছিলেন নূনা আফরোজ। প্রাঙ্গণেমোর ইতোমধ্যে ৪টি রবীন্দ্র নাটক এবং রবীন্দ্রনাথকে নিয়ে আরো একটি নাটক মঞ্চে এনেছে, যা দেশ-বিদেশে দর্শক নন্দিত হয়েছে। নাটকগুলো হলো- ‘শ্যামাপ্রেম’, ‘স্বদেশী’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’ এবং ‘আমি ও রবীন্দ্রনাথ’। আজ শনিবার রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে শ্যামাপ্রেম, নাট্যরূপ চিত্তরঞ্জন ঘোষ ও নির্দেশনা অনন্ত হিরা। শিল্পকলায় জঙ্গিবাদের উত্থান নিয়ে ‘ঊর্ণাজাল’ : নাটকের দল বাতিঘর মঞ্চায়ন করল ধর্মীয় মতবাদ ও জঙ্গিবাদকে কেন্দ্র করে ভিন্নধারার গল্পের নাটক ‘ঊর্ণাজাল’। গতকাল সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় দলটির প্রথম প্রযোজনার এই নাটকটির ২০তম প্রদর্শনী। বিদেশ থেকে শিক্ষাজীবন শেষ করে নিজ গ্রামে ফেরে খালেদ। স্কুলের জন্য রেখে যাওয়া বাবার স্বপ্নের একখণ্ড জমিতে মাদ্রাসা গড়ে তোলে সে। অন্যদিকে, সাঁইজির আখড়ায় বেড়ে ওঠা গায়েন সয়ফুল খালেদের বাল্যবন্ধু। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হতে শিল্পের মনঃসংযোগ থেকে বিচ্ছিন্ন হয় শিল্পী। ঘুণে কাটে একতারাটি। এদিকে চোখ দান করে যাওয়া জয়নাল গাতকের জানাজা পড়ানোর দায়ে ইমামের জিভ কেটে নেয় কে বা কারা। সেই সুযোগে ধর্মীয় মতবাদের আশ্রয়ে ঢুকে পড়ে অপকৌশল-কূটনীতি। এভাবেই এগিয়েছে নাটকটির কাহিনী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মুক্তনীল, সাদ্দাম রহমান, সাদিয়া ইউসুফ বৃতা, শাফিন আহমেদ অশ্রু, সঞ্জয় গোস্বামী, মনিরুজ্জামান ফিরোজ, সঞ্জয় হালদার, তাজিম আহমেদ শাওন, সাবরিনা শারমিন, শিশির সরকার, স্বরণ বিশ্বাস, রুম্মান শারু, অয়োমি প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App