×

তথ্যপ্রযুক্তি

ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন নুবিয়া এক্স বাজারে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ নভেম্বর ২০১৮, ০৫:০৩ পিএম

ডুয়াল ডিসপ্লের স্মার্টফোন নুবিয়া এক্স বাজারে
নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন নুবিয়া এক্স লঞ্চ করল জেটিই’র সাব ব্র্যান্ড নুবিয়া। নতুন এই ফোনের প্রধান আকর্ষন ডুয়াল ডিসপ্লে।নুবিয়া এক্স এ রয়েছে একটি ৬.২৬ ইঞ্চি ডিসপ্লে। সাথে রয়েছে আরও একটি ৫.১ ইঞ্চি ডিসপ্লে। ফোনের সামনে কোন ক্যামেরা নেই তাই ডিসপ্লের উপরে কোন নচ থাকছে না। ফোনের পিছনের ক্যামেরা দিয়েই সেলফি তোলা যাবে। নুবিয়া এক্স চলবে ডুয়াল সিম, অ্যান্ড্রয়েড ওরিও অপারেটিং সিস্টেমে। এছাড়াও ফোনের ভিতরে রয়েছে স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট, ৮ জিবি পর্যন্ত র‍্যাম।এই ফোনে দুটি ডিসপ্লে রয়েছে।ফোনের পিছনে রয়েছে ১৬+২৪ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট আপ। নুবিয়া এক্স এর ভিতরে রয়েছে একটি ৩৮০০ এমএএইচ ব্যাটারি সাথে রয়েছে ফাস্ট চার্জিং। ইতিমধ্যেই চীনে নুবিয়া এক্স ফোনের প্রি-অর্ডার শুরু হয়েছে।নুবিয়া এক্স এর দাম চীনে ৬ জিবি র‍্যাম+ ৬৪ জিবি স্টোরেজের দাম ৩২৯৯ ইউয়ান। ৮ জিবি র‍্যাম+ ১২৮ জিবি স্টোরেজের নুবিয়া এক্স এর দাম ৩৬৯৯ ইউয়ান। ৮ জিবি র‍্যাম+ ২৫৬ জিবি স্টোরেজের নুবিয়া এক্স এর দাম ৪১৯৯ ইউয়ান।তথ্যসুত্র:গ্যাজেট ৩৬০ ডিগ্রী

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App