×

তথ্যপ্রযুক্তি

সাফারিতে সংরক্ষিত পাসওয়ার্ড দেখার উপায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৩:৩৩ পিএম

সাফারিতে সংরক্ষিত পাসওয়ার্ড দেখার উপায়
ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করেন ব্যবহারকারীরা। বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ইউজার নাম ও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। পাসওয়ার্ড বারবার টাইপ করার ঝামেলা পোহাতে ওয়েব ব্রাউজারে তা সংরক্ষণের সুবিধা রয়েছে। হঠাৎ অন্য আরেকটি ডিভাইসে কোনো ওয়েবসাইট লগইন করার প্রয়োজন হলো, কিন্তু অনেকে পাসওয়ার্ড ভুলে যান। এমন সময় চাইলে পূর্বের ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ডটি দেখে নেয়া যায়।কিভাবে সাফারি ব্রাউজারের সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যাবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো। প্রথমে সাফারি ব্রাউজার চালু করতে হবে। এরপর উপরের বাম পাশের মেনু থেকে ‘safari’ তে ক্লিক করে ‘preferences’ এ যেতে হবে।এরপর একটি নতুন পেইজ চালু হবে সেখান থেকে পাসওয়ার্ড ট্যাবে যেতে হবে।তাহলে ‘safari passwords are locked’ একটি অপশন আসবে। সেখান পিসির এডমিন পাসওয়ার্ড দিতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App