×

খেলা

ওয়ানডে দল থেকেও আমির বাদ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ০২ নভেম্বর ২০১৮, ০৯:৫৪ পিএম

ওয়ানডে দল থেকেও আমির বাদ
ওয়াসিম আকরামের উত্তরসূরী ভাবা হচ্ছিল মোহাম্মদ আমিরকে। কিন্তু স্পট ফিক্সিংয়ের দায়ে ৫ বছর নিষিদ্ধ হয়ে ক্যারিয়ার শেষ হতে বসে এই বাঁহাতি পেসারের। সাজা ভোগ করে আমির দলে ফিরেছেন বটে। ইতোমধ্যে অনেকগুলো ম্যাচও খেলে ফেলেছেন। তবে বোলিংয়ে আগের সেই ধার নেই। সাদামাটা বোলিংয়ের কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দল থেকে বাদই পড়তে হল তাকে। ফর্মহীনতায় অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট আর টি-টোয়েন্টি দল থেকে জায়গা হারিয়েছিলেন আমির। তাকে রাখা হয়নি নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজেও। এবার ওয়ানডে দল থেকেও বাদ দেয়া হল এই পেসারকে। সংযুক্ত আরব আমিরাতে নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের সিরিজের দলে জায়গা হয়নি তার। আগামী ৭ নভেম্বর আবুধাবিতে শুরু হবে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেটি। পাকিস্তান স্কোয়াড: ফখর জামান, মোহাম্মদ হাফিজ, ইমাম-উল-হক, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলি, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), শাদাব খান, ইমাদ ওয়াসিম, ফাহিম আশরাফ, হাসান আলি, জুনায়েদ খান, শাহীন শাহ আফ্রিদি, উসমান খান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App