জিজ্ঞাসাবাদ এড়াতে অসুস্থতার অজুহাত!

আগের সংবাদ

বিইউপিতে বসছে আইইইই ফেস্ট

পরের সংবাদ

সাফারিতে সংরক্ষিত পাসওয়ার্ড দেখার উপায়

প্রকাশিত: নভেম্বর ২, ২০১৮ , ৩:৩৩ অপরাহ্ণ আপডেট: নভেম্বর ২, ২০১৮ , ৩:৩৩ অপরাহ্ণ

ইন্টারনেট দুনিয়ায় প্রতিদিন অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করেন ব্যবহারকারীরা। বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতে হলে ইউজার নাম ও পাসওয়ার্ডের প্রয়োজন হয়। পাসওয়ার্ড বারবার টাইপ করার ঝামেলা পোহাতে ওয়েব ব্রাউজারে তা সংরক্ষণের সুবিধা রয়েছে।

হঠাৎ অন্য আরেকটি ডিভাইসে কোনো ওয়েবসাইট লগইন করার প্রয়োজন হলো, কিন্তু অনেকে পাসওয়ার্ড ভুলে যান। এমন সময় চাইলে পূর্বের ব্রাউজারে সংরক্ষিত পাসওয়ার্ডটি দেখে নেয়া যায়।কিভাবে সাফারি ব্রাউজারের সংরক্ষিত পাসওয়ার্ড দেখা যাবে তা এই টিউটোরিয়ালে তুলে ধরা হলো।

প্রথমে সাফারি ব্রাউজার চালু করতে হবে। এরপর উপরের বাম পাশের মেনু থেকে ‘safari’ তে ক্লিক করে ‘preferences’ এ যেতে হবে।এরপর একটি নতুন পেইজ চালু হবে সেখান থেকে পাসওয়ার্ড ট্যাবে যেতে হবে।তাহলে ‘safari passwords are locked’ একটি অপশন আসবে। সেখান পিসির এডমিন পাসওয়ার্ড দিতে হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়