×

জাতীয়

রাজধানীসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০১৮, ১১:৩৩ এএম

রাজধানীসহ সারাদেশে যান চলাচল স্বাভাবিক
আট দফা দাবি আদায়ে দেশব্যাপী সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট শেষ হয়েছে। মঙ্গলবার সকাল ছয়টায় ধর্মঘটের সময়সীমা শেষ হওয়ার পর থেকে যান চলাচল স্বাভাবিক হয়। সকালের দিকে বাসসহ অন্যান্য পরিবহন কম চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যা বাড়তে শুরু করে। রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে গিয়ে দূরপাল্লার বাসগুলোকে তাদের গন্তব্যে ছেড়ে যেতে দেখা গেছে। এছাড়া নগরীর ভেতরে যেসব বাস চলাচল করে সেগুলোকেও চলতে দেখা গেছে। মৌচাক, মগবাজার, মালিবাগ, ফার্মগেট, আড়ং, পান্থপথ, গ্রিন রোড, মতিঝিল, মিরপুর এলাকায় যান চলাচলের স্বাভাবিক চিত্র দেখা গেছে। এর আগে সংসদে পাস হওয়া ‘সড়ক পরিবহন আইন ২০১৮’-এর কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে গত রবিবার সকাল ছয়টা থেকে ৪৮ ঘণ্টার ধর্মঘটের ডাক দেয়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। তাদের আট দফা দাবিগুলো হলো, সড়ক দুর্ঘটনায় মামলা জামিনযোগ্য করতে হবে। শ্রমিকদের অর্থদণ্ড পাঁচ লাখ টাকা করা যাবে না। সড়ক দুর্ঘটনা তদন্ত কমিটিতে শ্রমিক প্রতিনিধি রাখতে হবে। ড্রাইভিং লাইসেন্সে শিক্ষাগত যোগ্যতা পঞ্চম শ্রেণি করতে হবে। ওয়েস্কেলে (ট্রাক ওজন স্কেল) জরিমানা কমানোসহ শাস্তি বাতিল করতে হবে। সড়কে পুলিশের হয়রানি বন্ধ করতে হবে। গাড়ির রেজিস্ট্রেশনের সময় শ্রমিকদের নিয়োগপত্র সংশ্লিষ্ট ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের সত্যায়িত স্বাক্ষর থাকার ব্যবস্থা করতে হবে। সব জেলায় শ্রমিকদের ব্যাপক হারে প্রশিক্ষণ দিয়ে ড্রাইভিং লাইসেন্স ইস্যু করতে হবে এবং লাইসেন্স ইস্যুর ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম বন্ধ করতে হবে। ধর্মঘটের ফলে সারাদেশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়তে হয় সাধারণ মানুষকে। দুই দিনের ভোগান্তি শেষে যানবাহন চলাচল শুরু হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App