উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য দায়িত্বরত পাঁচজন ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে অব্যাহতি দেয়া হয়েছে।
মঙ্গলবার তাদের অব্যাহতি দেয়া হয় বলে জানা গেছে।
আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ডেপুটি অ্যাটর্নি জেনারেল জহিরুল হক জহির, একেএম মনিরুজ্জামান কবীরসহ ৫ জনকে অব্যাহতি দেয়া হয়েছে।
আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আইন মন্ত্রণালয়ের ওয়েব সাইটে এই তথ্য দেয়া হবে।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।