×

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার পরিস্থিতি আরও জটিল, অর্জুনা রানাতুঙ্গা গ্রেপ্তার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৯:২৬ পিএম

শ্রীলঙ্কার পরিস্থিতি আরও জটিল, অর্জুনা রানাতুঙ্গা গ্রেপ্তার
গতকালের শ্যুট আউটের ঘটনার জেরে গ্রেপ্তার হলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী ক্রিকেট অধিনায়ক এবং পেট্রোলিয়াম মন্ত্রী অর্জুনা রণতুঙ্গা। গতকাল বিক্ষোভ চলাকালীন রানাতুঙ্গার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী বন্দুক থেকে গুলি চালান। যাতে নিহত হন একজন। আহত হয়েছেন আরও ২ জন। অবশ্য, তাকে আদালতে হাজির করার পর জামিন পেয়েছেন তিনি। রবিবার সিলন পেট্রোলিয়াম কর্পোরেশন অফিসের সামনে ঘটেছিল গোলাগুলির এ ঘটনা। রানাতুঙ্গা এর আগে বলেছিলেন, তাকে দাঙ্গা থেকে রক্ষা করতেই তার নিরাপত্তাকর্মীরা অস্ত্র ব্যবহার করেছিলেন। জীবনে প্রথমবার নিজের প্রাণনাশের ভয় পেয়েছিলেন বলেও জানিয়েছিলেন শ্রীলঙ্কার সদ্য সাবেক হওয়া খনিজ সম্পদ মন্ত্রী রানাতুঙ্গা। এই ঘটনার পর এলিট পুলিশের দল স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা এসে বের করে নিয়ে গিয়েছিলেন রানাতুঙ্গাকে। এ সময় হেলমেট পরিয়ে নেওয়া হয়েছিল তাকে। বিরোধী দলীয় সদস্যরা তাকে ঘিরে রেখেছিল বলেও জানিয়েছিলেন রানাতুঙ্গা, তাদেরকে শান্ত করতে নিয়মিত পুলিশ সদস্যরাও ছিলেন। এ ঘটনার পর আহত তিনজনকে নেওয়া হয়েছিল হাসপাতালে। তবে ৩৪ বছর বয়সী একজনের মৃত্যুর খবরের পরই ট্রেড ইউনিয়ন থেকে রানাতুঙ্গার গ্রেপ্তারের দাবি জোরালো হয়। তারই সূত্র ধরে গ্রেপ্তার করা হলো তাকে। শ্রীলঙ্কার প্রাক্তন প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘের অত্যন্ত ঘনিষ্ট হিসাবে পরিচিত অর্জুনা রানাতুঙ্গা বর্তমানে দেশটির পেট্রোলিয়াম মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছিলেন। গত শুক্রবার ২৬ অক্টোবর প্রধানমন্ত্রী বিক্রমসিংঘেকে দায়িত্ব থেকে সরিয়ে দেন রাষ্ট্রপতি সিরিসেনা। তার পর থেকেই শুরু হয়েছে রাজনৈতিক ডামাডোল। রানিলের মন্ত্রিসভার সদস্যরা এই ঘটনাকে অগণতান্ত্রিক ক্যু বলে আখ্যায়িত করেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি মাহিন্দা রাজাপক্ষ-কে প্রধানমন্ত্রী পদে বসিয়ে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট অচল রাখার কথা ঘোষণা করেন সিরিসেনা। তার পর থেকে বিক্ষোভে উত্তাল হয়েছে গোটা দেশ। গতকাল প্রাক্তন প্রধানমন্ত্রী বিক্রমসিংঘে-র সরকারি বাসভবন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছিলেন রাজাপক্ষে-র সমর্থকরা। সে সময় রানাতুঙ্গার ব্যক্তিগত নিরপত্তারক্ষী গুলি চালান উত্তেজিত জনতার দিকে। তাতেই এক ব্যক্তি নিহত হন। গত কালই সেই নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App