×

জাতীয়

শ্রীমঙ্গলে গ্রাম আদালত নিয়ে কর্মশালা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৫৮ পিএম

শ্রীমঙ্গলে গ্রাম আদালত নিয়ে কর্মশালা
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমুহের অবহিতকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগের ইউরোপিয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ অর্থায়নে এবং শ্রীমঙ্গল উপজেলা প্রশাসনের আয়োজনে শ্রীমঙ্গল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ম্যাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এ হামিদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, বাংলাদেশে গ্রাম আদালতসক্রিয়করণ শ্রীমঙ্গল উপজেলা সমন্বয় কারী তাহমীনা পারভীন, গ্রাম আদালত সম্পর্কিত তথ্য উপস্থাপন করেন ইউএনডিপি এর ডিসট্রিক্ট ফেসিলেটর মাহবুবুল আলম, পরিবার পরকল্পনা কর্মকর্তা রঞ্জন চন্দ্র দাশ, সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরী, মহিলা বিষয়ক কর্মকর্তা , মোছাঃ শাহেদা আকতার, এমসিডা এর নির্বাহী পরিচালক তহিরুল ইসলাম মিলন প্রমূখ। কর্মশালায় আগত অংশগ্রহণকারীরা দলীয়কাজের মাধ্যমে আউটরিচ কার্যক্রমে গ্রাম আদালতের তথ্য প্রদান বিষয়ে পরিকল্পনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App