×

খেলা

রানার আপ সিদ্দিকুর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৫৬ পিএম

রানার আপ সিদ্দিকুর
আশা জাগিয়েও শেষ পর্যন্ত এশিয়া ট্যুরের শিরোপা জেতা হলো না বাংলাদেশি গলফার সিদ্দিকুর রহমানের। গতকাল ভারতের প্যানাসনিক ওপেনে খালিন জোসির বিপক্ষে শেষ হোলের লড়াইয়ে হেরে রানারআপ হয়েছেন তিনি। দিল্লি গলফ ক্লাব মাঠে রবিবার চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলিয়ে পারের চেয়ে ১৬ শট কম খেলে হয়েছেন রানারআপ। চ্যাম্পিয়ন হওয়া খালিন জোসি চতুর্থ রাউন্ডে ছয়টি বার্ডি ও দুটি বোগি করেছেন। সব মিলিয়ে পারের চেয়ে ১৭ শট কম খেলেছেন তিনি। অবশ্য শেষ হোল পর্যন্ত পারের চেয়ে ১৬ শট কম ছিল দুজনেরই। উল্লেখ্য, চার লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডে পাঁচটি বার্ডি করে অন্য এক প্রতিযোগীর সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা সিদ্দিকুর দ্বিতীয় রাউন্ডে আটটি বার্ডি ও দুটি বোগি করে এককভাবে শীর্ষে উঠে আসেন। তৃতীয় রাউন্ডে চারটি বার্ডি ও দুটি বোগি করে সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট কম খেলে জোসির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন সিদ্দিকুর। কিন্তু চতুর্থ রাউন্ডে জোসির সঙ্গে আর পেরে ওঠেননি তিনি। সিদ্দিকুর রহমান শেষবার এশিয়ান ট্যুরের শিরোপা জিতেছেন ২০১৩ সালে। ওই বছরের ইন্ডিয়ান ওপেনে সেরা হয়েছিলেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App