×

খেলা

জুভেন্টাসকে জেতালেন রোনালদো

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:২৫ পিএম

জুভেন্টাসকে জেতালেন রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ইতালিয়ান সিরি আর রবিবারের ম্যাচে এম্পোলিকে ২-১ গোলে হারিয়েছে জুভেন্টাস। এম্পোলির বিপক্ষে জোড়া গোলের মধ্য দিয়ে ইতালিয়ান সিরি আর এবারের মৌসুমে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় দুই নম্বরে উঠে আসলেন পর্তুগিজ সুপারস্টার। লিগে এখন তার গোল ৭টি। তালিকার শীর্ষে থাকা জেনোয়ার ফরোয়ার্ড ক্রিজস্টফ পিয়াটেক করেছেন ৯ গোল। এ ছাড়া এদিন ইংলিশ প্রিমিয়ার লিগে লিচেস্টার সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেড, স্প্যানিশ লা লিগায় রায়ো ভ্যালকানোকে ২-১ গোলে হারিয়েছে জিরোনা, এইবারকে ৪-০ গোলে হারিয়েছে সেল্টা ডি ভিগো এবং লেগানেসের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে লেভান্তে। অন্যদিকে জার্মান বুন্দেসলিগায় মেইনজকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ এবং হের্থার বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে বরুশিয়া ডর্টমুন্ড। নিজেদের মাঠে এদিন ছন্দে থাকা জুভেন্টাসের বিপক্ষে ম্যাচের শুরু থেকেই বেশ গোছানো ফুটবল খেলতে থাকে এম্পোলি। ম্যাচের ২০ মিনিটেই এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল তারা। এ সময় সহজ গোলের সুযোগ নষ্ট করেন সিলভস্টয়ার। এর ৭ মিনিট পরেই ফরোয়ার্ড ফ্রান্সেসকো কাপোটোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করা জুভেন্টাস সমতায় ফেরে দ্বিতীয়ার্ধের নবম মিনিটে। জুভেন্টাসের আর্জেন্টাইন ফরোয়ার্ড দিবালাকে ডি-বক্সের ভেতর ফাউল করেন এম্পোলির ডিফেন্ডার বেনারেস। ফলে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি এবং স্পট কিক থেকে গোল করে দলকে সমতায় (১-১) ফেরান ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচের ৭০ মিনিটে ডি-বক্সের কিছুটা বাইরে থেকে এম্পোলির গোলপোস্ট লক্ষ্য করে জোরালো শট নেন পর্তুগিজ সুপারস্টার। রোনালদোর বুলেট গতির শট স্বাগতিকদের জালে প্রবেশ করলে এগিয়ে যায় (২-১) কোচ ম্যাসিমিলিয়ানো আল্লেগ্রির শিষ্যরা। এরপর ম্যাচের অবশিষ্ট সময়ে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়েন জুভেন্টাসের খেলোয়াড়রা। এ জয়ে পয়েন্ট টেবিলে নিজেদের শীর্ষস্থান আরো দৃঢ় করল জুভেন্টাস। ১০ ম্যাচে ৯ জয় ও ১ ড্রয়ে তুরিনের ক্লাবটির পয়েন্ট এখন ২৮। পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা নাপোলির পয়েন্ট ৯ ম্যাচে ২১ এবং সমানসংখ্যক ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে রয়েছে ইন্টার মিলান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App