×

তথ্যপ্রযুক্তি

ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০১৮, ০৩:৩৩ পিএম

ইঙ্ক ট্যাঙ্ক প্রিন্টার
দেশের বাজারে যুক্তরাষ্ট্রের হিলেট প্যাকার্ডের (এইচপি) ইঙ্কট্যাংক সিরিজের ৪১৫ মডেলের প্রিন্টার নিয়ে এসেছে স্থানীয় পরিবেশক ইউনিক বিজনেস সিস্টেমস। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অফিসের জন্য উপযোগী এই ওয়্যারলেস প্রিন্টারে রয়েছে তারবিহীন প্রিন্ট করার সুবিধা। পাশাপাশি রয়েছে বিশেষভাবে নকশাকরা ইঙ্ক বোতল ফলে সহজেই করা যাবে রিফিল। প্রিন্টারে নতুন বোতল যুক্ত করার আগে এটার মাধ্যমে ৮ হাজার রঙিন ডকুমেন্ট এবং ৬ হাজার কালো প্রিন্ট দেযা যাবে বলে জানানো হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। এইচপি স্মার্ট অ্যাপের মাধ্যমে মোবাইলের মাধ্যমেই প্রিন্টের নির্দেশ পাঠানো যাবে প্রিন্টারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App