×

খেলা

মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৩:৫৩ পিএম

মালদ্বীপকে হারিয়ে সেমিতে বাংলাদেশ
অনূর্ধ্ব-১৫ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে গতকাল বাংলাদেশের ছেলেরা দুর্দান্ত জয় দিয়ে শুভ সূচনা করেছে। মালদ্বীপকে ৯-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশের দুই ফরোয়ার্ড নিসাত জামান উচ্ছ্াস রাসেল আহমেদ ম্যাচে হ্যাটট্রিক করার গৌরব অর্জন করেন। আগামীকাল গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে স্বাগতিক নেপালের মোকাবেলা করবে মোস্তাফা আনোয়ার পারভেজের শিষ্যরা। গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচের শুরু থেকে মালদ্বীপকে চেপে ধরে বাংলাদেশের খেলোয়াড়রা। স্কিল, ফিটনেস এ ছাড়াও জয়ের মানসিকতা নিয়ে সব ক্ষেত্রেই এগিয়ে ছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তাই শুরু থেকেই একচেটিয়ে প্রধান্য ছিল মেহেদী হাসান বাহিনীর। একের পর এক আক্রমণ করে ১১ মিনিটেই এগিয়ে যায় রাসেল আহমেদরা। ১১, ২০ ও ২৩ মিনিটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন উচ্ছ্বাস। বিরতির আগ মুহূর্তে ম্যাচের ঠিক ৪৬ মিনিটে অধিনায়ক মোহাম্মদ মেহেদী হাসান গোল করলে ৪-০ গোলের লিড পায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের শুরুতেই নিশাত জামান নিজের চতুর্থ গোল আদায় করলে ৫-০ গোলে এগিয়ে যায় শিরোপা প্রত্যাশী লাল-সবুজের প্রতিনিধিরা। এক মিনিট পরই রাসেল আহমেদ ব্যবধান করেন ৬-০ গোলে। রাসেলের পায়েই ব্যবধান ৭-০ হয় খেলার ৬৬ মিনিটে। ৮০ মিনিটে বাংলাদেশের অষ্টম ও যোগ করা সময়ে নবম গোল আদায় করে নেয় কিশোররা। এর আগে মালদ্বীপ নিজেদের প্রথম ম্যাচে ৪-০ গোলে হারে স্বাগতিক নেপালের কাছে। তাই দুই ম্যাচেই হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল দলটি। আর বাংলাদেশের মতো এক ম্যাচ হাতে রেখে সেমিফাইনাল নিশ্চিত করেছে নেপালের কিশোররা। ছয় জাতি এ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৩ নভেম্বর। এর আগে ১ নভেম্বর সেমিফাইনাল দুটি অনুষ্ঠিত হবে। ‘বি’ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান এবং ভুটান। ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী মালদ্বীপ এবং নেপাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App