×

তথ্যপ্রযুক্তি

গেমিং মনিটর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:২৯ পিএম

গেমিং মনিটর
ভার্চুয়াল গেম প্রেমিদের জন্য দেশের শীর্ষ স্থানীয় বাজারজাতকারি প্রতিষ্ঠান ইউসিসি বাজারে নিয়ে এসেছে প্রফেশনাল লেভেলের ভিউসনিক এক্স ২৪১০ এক্সট্রিম গেমিং মনিটর। টিএন প্যানেল সম্বলিত এই মনিটরগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো ১৪৪ হার্জ রিফ্রেশ রেট যা গেমারদের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। এ ছাড়াও আছে ১ মিলি সেকেন্ড রেসপন্স টাইম উইথ এএমডি ফ্রি সিন্ক টেকনোলজি। ফলে গেমিং এ পাওয়া যাবে আল্ট্রা ফাস্ট রেসপন্স টাইম উইথ সুপার লো ইনপুট ল্যাগ। ২৪ ইঞ্চি সাইজের এই মনিটরে রয়েছে ফুল এইচডি রেজ্যুলেশন এবং ক্লিয়ার ফ্রি প্রযুক্তি সঙ্গে ব্লুু লাইট ফিল্টারিং সিষ্টেম যা দীর্ঘক্ষণ ব্যবহারে চোখের উপর চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়াও এক্সজি ২৪০১ মনিটর দিতে রয়েছে সুপার ক্লিয়ার ২ ওয়াট দুটি স্পিকার ও ক্যাবল ম্যানেজমেন্ট কিটসহ আকর্ষনীয় এডজাস্টেবল স্ট্যান্ড যার ফলে ৩৬০ ডিগ্রি এঙ্গেল এই এডজাষ্ট করা যায়। সংযোগ হিসেবে আরো থাকছে ডিসপ্লে পোর্ট, এইচডিএম আই এবং ওয়াল মাউন্টের সুবিধা। পণ্যটি বর্তমানে ইউসিসি এবং ইইসিসির নির্ধারিত ডিলার সপে পাওয়া যাচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App