×

তথ্যপ্রযুক্তি

কম্বো কিবোর্ড মাউস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০১৮, ০৪:২৫ পিএম

রাপু বাংলাদেশের পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড বাজারে নিয়ে এলো মাল্টিমোড ওয়্যারলেস কম্বো ৮১০০এম। নতুন ও অত্যাধুনিক এই কম্বোতে রয়েছে মাল্টিমোড কিবোর্ড ও মাউস (ওয়্যারলেস ২.৪জি, ব্লুটুথ ৩.০, ব্লুটুথ ৪.০ ও রিয়েলটাইম ডিপিআই বাটন)। যার মাধ্যমে একই সঙ্গে একাধিক ডিভাইসে কাজ করা যাবে। এর মাল্টিফাংশনের কারণেই বর্তমানে এই কম্বো গ্রাহকদের নজর কেড়েছে। এই কম্বোটিতে রয়েছে মাল্টিমিডিয়া হট-কি। যাতে রয়েছে মিডিয়া প্লেয়ার, হোমপেজ ও ভলিউম এডজাস্টমেন্টের সুবিধা। এই মাউসটিতে আরো রয়েছে লেজার সেন্সর ও ১ হাজার ৩০০ ডিপিআই ট্র্যাকিং ইঞ্জিন। শুধু তাই নয় এর ব্যাটারি লাইফের জন্য বাজারে এই কম্বোর চাহিদা দিন দিন বেড়েই চলেছে। কিবোর্ড ও মাউস কম্বোটি পাওয়া যাচ্ছে ২ হাজার ২৫০ টাকায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App