×

আন্তর্জাতিক

২ মাসে ত্রিপুরায় ২৬ জনের অস্বাভাবিক মৃত্যু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১০:০৪ পিএম

২ মাসে ত্রিপুরায় ২৬ জনের অস্বাভাবিক মৃত্যু
ত্রিপুরা রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকারের আমলে গত দুই মাসে ২৬ জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় আগরতলার মেলারমাঠ এলাকার সিপিআই (এম) দলের ত্রিপুরা রাজ্য কমিটির অফিসে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দলটির রাজ্য কমিটির সম্পাদক বিজন ধর। সংবাদ সম্মেলনে বিজন ধর বলেন, ত্রিপুরা রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকারের সময় সাত মাসে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। গত দুই মাসে খুন হয়েছেন ১৫ জন, অস্বাভাবিক মৃত্যু হয়েছে ১১ জনের। এদের মধ্যে ১১ নারীসহ মোট নিহতের সংখ্যা ২৬ জন। তিনি আরো বলেন, নতুন সরকারের আমলে নারী সংক্রান্ত অপরাধ আর ধর্ষণের মতো ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এছাড়া ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছিল তাও পূরণ করতে ব্যর্থ হয়েছে । এসময় নতুন সরকারের আমলে দুই সাংবাদিকের ওপর আক্রমণ হয়েছে উল্লেখ করে এ ঘটনার জন্য সরকারকে নিন্দা জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App