×

জাতীয়

রাজধানীতে এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারে জাপা নেতারা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:০৮ পিএম

রাজধানীতে এরশাদের পক্ষে নির্বাচনী প্রচারে জাপা নেতারা

ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হচ্ছেন এই আসনের প্রাক্তন এমপি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তার পক্ষে প্রচারে নেমেছেন জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ কেন্দ্রীয় নেতারা। শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উক্ত সংসদীয় এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়েছেন তারা। এ সময় স্থানীয় জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হয়। গুলশানের শাহজাদপুরের অলিগলিতে মিছিল সহকারে নির্বাচনী গণসংযোগ চালান জাপা নেতাকর্মীরা। বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভাও করেন তারা। পরে গুলশানের মানারাত এলাকায় গণসংযোগ করা হয় হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে। পথসভায় এলাকাবাসীর উদ্দেশে জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি বলেন, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ ছাড়া কেউ এই দেশে সহনশীলতার রাজনীতি উপহার দিতে পারেনি। দেশের মানুষ তাকিয়ে আছে সাবেক এই রাষ্ট্রপতির দিকে। অপেক্ষা করে আছে লাঙল মার্কায় ভোট দিতে। দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় হুসেইন মুহম্মদ এরশাদের কোনো বিকল্প নেই। আগামী নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদকে জয়ী করতে ভোটারদের প্রতি আহ্বান জানান তিনি। দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য এস এম ফয়সল চিশতী, শফিকুল ইসলাম সেন্টু, ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম নুরুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রতিদান দিতে ভুলে যায় আওয়ামী লীগ : হাজী মিলন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন বলেছেন, আওয়ামী লীগ দীর্ঘ ২১ বছর পর জাতীয় পার্টির সহযোগিতায় ১৯৯৬ সালে ক্ষমতার স্বাদ পেয়েছে। ২০০৮ সালেও এরশাদের সহযোগিতায় মহাজোটের মাধ্যমে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। এমনকি সরকারের চরম ক্রান্তিলগ্নে ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে জাতীয় পার্টি অংশ না নিলে আওয়ামী লীগকে চরম খেসারত দিতে হতো। জাপা আওয়ামী লীগের প্রতিটি দুঃসময়ে কাছে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু প্রতিদান দেওয়ার সময় আওয়ামী লীগকে সেরকম উদার দেখা যায় না। তারা প্রতিদান দিতে ভুলে যায়। এবার যেন সেটা না হয়, পার্টির চেয়ারম্যানকে সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার বিকেলে রাজধানীর সুরিটোলা মাঠে বংশাল থানা জাপা অয়োজিত এক কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। হাজী মিলন বলেন, ২০ তারিখের মহাসমাবেশ প্রমাণ করেছে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ-বিএনপির চেয়ে জাতীয় পার্টিও কোনো অংশে কম নয়। আমরা দেশের উন্নয়নের ধারাবাহিকতার স্বার্থে মহাজোটে থেকেই নির্বাচন করতে চাই। কিন্তু এ ক্ষেত্রে ক্ষমতাসীনদেরও বিবেকবান হতে হবে। আমাদেরকে ১০০ আসনে ছাড় দিতে হবে এবং আনুপাতিক হারে মন্ত্রিত্ব দিতে হবে। এটা আওয়ামী লীগের করুণা নয়, আমাদের ন্যায্য হিস্যা। কর্মীসভায় হাজী মো. ফারুকের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন- জাপার নগর কমিটির নেতা বিশাল হোসেন, হাজী শাহজাহান, কামাল হোসেন, মকবুল হোসেন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App