×

জাতীয়

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ঢাকার বিভিন্ন স্থানে যুবলীগের সমাবেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১০:৩৪ পিএম

বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ঢাকার  বিভিন্ন স্থানে যুবলীগের সমাবেশ
বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ঢাকার  বিভিন্ন স্থানে যুবলীগের সমাবেশ
বিএনপিকে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে দলটির রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। আজ শুক্রবার বিকেলে রাজধানীর গে-ারিয়া, সূত্রাপুর ও দনিয়ায় আয়োজিত সমাবেশ ও গণসংযোগ কর্মসূচি থেকে পুনরায় এ দাবি জানানো হয়। গেন্ডারিয়ায় ৪৬ নং ওয়ার্ড যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। এসময় জনসাধারণের মাঝে সরকারের উন্নয়ন ও বিএনপি-জামায়াতের বিভিন্ন অপকর্মের লিফলেট বিতরণ করা হয়। যুবলীগ ঘোষিত ১০ দিনের ধারাবাহিক এ কর্মসূচির আজ ছিল ৭ম দিন। ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি শাহআলম এর সভাপতিত্বে সভায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাফর আহমেদ রানা, সাংগঠনিক সম্পাদক ও ঢাকা জেলা পরিষদের সদস্য মো. জামাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ-উজ-জামান। সভা পরিচালনা করেন ওয়ার্ড যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সেন্টু ও সাংগঠনিক সম্পাদক নাছির আহমেদ। জাফর আহমেদ রানা বলেন, পবিত্র সংবিধানের ৩৮ এর গ ধারায় স্পষ্টভাবে উল্লেখ আছে কোনো দল বা সংগঠন যদি কোনো সন্ত্রাসী কর্মকান্ডের সঙ্গে জড়িত থাকে, তাহলে সেই দলের সকল রাজনৈতিক কার্যক্রম দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য নিষিদ্ধ করতে হবে। ২১ আগস্টের মামলার রায় ও বিভিন্ন সময় সন্ত্রাসী কর্মকান্ডে বিএনপি জড়িত ছিল। সুতরাং সারা বাংলার যুবসমাজের দাবী বিএনপি সন্ত্রাসী সংগঠন হিসেবে তাদের নিবন্ধন বাতিল ও সকল প্রকার রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হোক। দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন বলেন, কানাডার ফেডারেল কোর্ট বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছে। বাংলাদেশেও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও তারেক রহমান নানা সন্ত্রাসী কর্মকান্ড করেছে। একুশে আগষ্ট গ্রেনেড হামলা মামলাসহ বিভিন্ন রায়ে তা প্রমাণিত। তিনি বলেন, ২০১৩ ও ১৪ সালে নির্বাচন ঠেকানোর নামে বিএনপি-জামায়াত যেভাবে মানুষ পুড়িয়ে মেরেছে, তা মানবতাবিরোধী অপরাধ বলে আমরা মনে করি। এই ধরণের কর্মকা- যেনো আর সংঘটিত না হয়, সেজন্যই আমরা বিএনপিকে নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এসময় তিনি আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো রাষ্ট্রক্ষমতায় নিয়ে আসার আহ্বান জানান। এদিকে একই দাবিতে কর্মসূচি পালিত হয়েছে ৪৩ নং ওয়ার্ডে। ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজী সারোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ যুব লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান পলাশ, আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মোহাম্মদ মাকসুদুর রহমান, অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন প্রমূখ। উপ-মুক্তিযুদ্ধ সম্পাদক রিয়াজ আহমেদ ফালান ও কার্যনির্বাহী সদস্য মোস্তাফিজুর রহমান তপু। এছাড়া মাতুয়াইলে দনিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নুরুল আমিন নিরু’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি হারুন-অর-রশিদ, দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ওমর শরীফ পলাশ, সভা পরিচালনা কলেন- দনিয়া উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App