×

জাতীয়

টাস্কফোর্সের উপর জেলেদের হামলা, পুলিশের ৪০ গুলি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ১০:২২ পিএম

টাস্কফোর্সের উপর জেলেদের হামলা, পুলিশের ৪০ গুলি
চাঁদপুরে ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযানে গিয়ে জেলেদের হামলার শিকার হয়েছেন টাস্কফোর্সের সদস্যরা। এ সময় নৌ-পুলিশ ৪০ রাউন্ড ফাঁকা গুলি নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সদস্য ও এলাকাবাসীসহ কমপক্ষে ১০ আহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাৎক্ষণিকভাবে এদের নাম জানা সম্ভব হয়নি। প্রজনন মৌসুম হওয়ায় গত ৭ এপ্রিল থেকে তিন সপ্তাহের জন্য ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দেয় মৎস্য বিভাগ। তবে গণমাধ্যমের প্রতিবেদন বলছে, এই নিষেধাজ্ঞা মানছে না জেলেরা। প্রায় প্রতিটি এলাকাতেই অবাধে শিকার হচ্ছে জাতীয় মাছটি। এর মধ্যে ইলিশ শিকার বন্ধ রাখতে অভিযানও চালাচ্ছে বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনিক কর্মকর্তাদের নিয়ে গঠিত টাস্কফোর্স। তবু কাজ হচ্ছে না সেভাবে। চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন রাজরাজেশ্ব ইউনিয়নের লক্ষ্ণীমারার চরে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর প্রধানিয়ার বাড়িতে মা ইলিশ মজুদ রয়েছে। আর সাড়ে সাতটার দিকে চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ জামানের নেতৃত্বে টাস্কফোর্সের সদস্যরা অভিযান শুরু করেন। তবে জেলেরা অভিযানে বাধা দেয়ার চেষ্টা করে। তারা টাস্কফোর্সের সদস্যদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় পুলিশ আত্মরক্ষায় অন্তত ৪০টি গুলি ছুড়ে। ঘটনার সময় কমপক্ষে ১০ জন আহত হয়। চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মাহমুদ জামান জানান, দুপুর দুইটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত অভিযান চালিয়ে প্রায় এক হাজার মণ মা ইলিশ জব্দ করা হয়। এর মধ্যে পাঁচশ মণের বেশি মাছ উদ্ধার করা হয়। রাত হয়ে যাওয়ায় বাকি মাছ স্থানীয় চেয়ামর‌্যান, ইউপি সদস্যসহ অন্যান্যের জিম্মায় রাখা হয়েছে। শনিবার বাকি মাছ নিয়ে আসা হবে। চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা আসাদুল বাকি জানান, জেলেরা হামলা করার পর পুলিশ সুপারকে বিষয়টি জানানো হয়। পরে কোস্টগার্ড ও চাঁদপুর মডেল থানার আরো পুলিশ সদস্য এসে অভিযানে সহযোগিতা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App