×

আন্তর্জাতিক

কনস্যুলেটে যেতে চাননি খাশোগি, জানালেন বাগদত্তা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০১৮, ০৯:৫৫ পিএম

কনস্যুলেটে যেতে চাননি খাশোগি, জানালেন বাগদত্তা

হত্যাকাণ্ডের শিকার সাংবাদিক জামাল খাসোগি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে যেতে চাননি বলে জানিয়েছেন তার তুরস্কের বাগদত্তা হাতিস চেঙ্গিজ।

শুক্রবার তুরস্কের সংবাদ মাধ্যম হাবেরতুর্ককে তিনি একথা জানান।

হাতিস চেঙ্গিজ বলেন, ‘খাসোগি ধারণা করছিলেন তাকে সৌদি কর্তৃপক্ষ তুরস্কে গ্রেফতার বা জিজ্ঞাসাবাদ করবে না। তবে তিনি ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে গেলে উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছিলেন।’

গত ২ অক্টোবর ইস্তাম্বুলের সৌদি কনস্যুলেটে খাসোগি তার আগের তালাকের কাগজপত্র আনতে যান। এ সময় কনস্যুলেটের বাইরে তার বাগদত্তা হাতিস চেঙ্গিজের কাছে নিজের ফোনটি রেখে যান। তিনি ফিরে না এলে তুরস্কের প্রেসিডেন্টের এক উপদেষ্টাকে ফোন করার নির্দেশও হাতিসকে দিয়ে যান খাসোগি।

ওইদিন মধ্যরাত পর্যন্ত অপেক্ষার পর হাতিস তার নির্দেশনা অনুযায়ী কাজ করেন।

খাসোগি সৌদি যুবরাজ তথা রাজপরিবারের সমালোচনা করায় সৌদি পত্রিকায় তার কলাম বন্ধ করে সতর্ক করে দেয়া হয়। এরপর তিনি যুক্তরাষ্ট্রে স্বেচ্ছানির্বাসনে গিয়ে ওয়াশিংটন পোস্ট পত্রিকায় লেখালেখি করছিলেন।

খাসোগির পরিচিত একজন গণমাধ্যমকে জানান, তাকে প্রলোভন দেখিয়ে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্যও চেষ্টা করেছিল সৌদি সরকার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App