×

আন্তর্জাতিক

মিয়ানমার রোহিঙ্গা গণহত্যা চালিয়ে যাচ্ছে: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৮, ০৬:২৫ পিএম

মিয়ানমার তাদের দেশে রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার ও গণহত্যা চালিয়ে যাচ্ছে। গতকাল বুধবার জাতিসংঘ তদন্ত কমিটির পক্ষ থেকে এই বার্তা জানানো হয়। খবর আল-জাজিরার।

জাতিসংঘ জানায়, মিয়ানমার রোহিঙ্গাদের ওপর নির্মম অত্যাচার ও গণহত্যা আরো বাড়িয়েছে। জাতিসংঘের ফ্যাক্ট- ফাইন্ডিং মিশনের প্রধান মারজুকি দারুসম্যান সাংবাদিকদের বলেন, মিয়ানমারে এখনো আড়াই লাখ থেকে ৪ লাখ রোহিঙ্গার ওপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। সেখানে তাদের একটা কড়া শোষণের মধ্যে রাখা হয়েছে। দারুসম্যান আরো বলেন, মিয়ানমার রোহিঙ্গা গোষ্ঠীকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে, তাদেরকে সকল ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত রেখেছে। সেখানকার সেনাবাহিনী রোহিঙ্গা মেয়ে ও মহিলাদের জোর পূর্বক ধর্ষণ করছে এবং গণহত্যা চালাচ্ছে। আর তারা এখনো সেটা চালিয়ে যাচ্ছে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক সম্প্রদায়ের গভীরভাবে এ ব্যাপারে উদ্বিগ্ন হওয়া দরকার এবং শিগগিরই মিয়ানমারকে বিচারের আওতায় আনা উচিৎ বলে বলেন মারজুকি। সূত্র: আল-জাজিরা/এনডিটিভি/ভয়েচ অব আমেরিকা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App