×

অর্থনীতি

জাতিসংঘের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৮, ০১:২৬ পিএম

জাতিসংঘের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর তাগিদ
জাতিসংঘের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর বিপুল সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদান ও অবস্থানের কথা উল্লেখ করে সম্ভাবনাময় পণ্য রপ্তানির বিদ্যমান সুযোগগুলো কাজে লাগানো সম্ভব। গতকাল এফবিসিসিআই এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের (বিআইপিএসওটি) যৌথ উদ্যোগে বিআইপিএসওটি মিলনায়তনে ‘জাতিসংঘের সঙ্গে বহুমাত্রিক সহযোগিতা’ শীর্ষক অনুষ্ঠিত এক সেমিনারে এসব বক্তব্য তুলে ধরেন বক্তারা। এফবিসিসিআই সভাপতি মো. শফিউল ইসলাম (মহিউদ্দিন) সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ছাড়া এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম, সংগঠনের পরিচালক এবং সাধারণ পরিষদ সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। এফবিসিসিআই সভাপতি বাংলাদেশের দ্রুত অগ্রসরমান অর্থনৈতিক কার্যক্রমে দেশের বেসরকারি খাতের ভ‚মিকা তুলে ধরেন। দেশে বিনিয়োগের পরিবেশ আরো আকর্ষণীয় করতে এফবিসিসিআই সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। এ দেশের সম্ভাবনাময় উদ্যোক্তারা বিশ্ব জুড়ে তাদের দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতার প্রমাণ রেখেছেন বলে তিনি জানান। এ ছাড়া বর্তমান সরকারের দূরদর্শী নেতৃত্বে এবং দেশের ব্যবসায়ী সম্প্রদায়ের আন্তরিক ও কার্যকর প্রচেষ্টায় বাংলাদেশ আগামীতে বিশে্বর অন্যতম অর্থনৈতিক শক্তি হিসেবে আবিভর্‚ত হবে বলে এফবিসিসিআই সভাপতি আশাবাদ ব্যক্ত করেন। বিআইপিএসওটি-এর কমান্ড্যান্ট মেজর জেনারেল সাজ্জাদুল হক, এএফডবিøউসি, পিএসসি সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন। মেজর জেনারেল সাজ্জাদুল হক বলেন, জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে ২য় সর্বোচ্চ শান্তিরক্ষী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ যথেষ্ট প্রসংশা কুড়িয়েছে। বাংলাদেশের এই অবস্থান কাজে লাগিয়ে জাতিসংঘের সঙ্গে বহুপাক্ষিক সহযোগিতা বাড়ানো সম্ভব। এফবিসিসিআইর সিনিয়র সহসভাপতি শেখ ফজলে ফাহিম তার বক্তব্য বাংলাদেশের সাম্প্রতিক অবকাঠামোগত উল্লেখযোগ্য উন্নয়ন কর্মযজ্ঞের উল্লেখ করেন। এ ছাড়াও তিনি দেশের রপ্তানি বাণিজ্য প্রসংশনীয় ভ‚মিকা পালনকারী রপ্তানি প্রতিষ্ঠানগুলোর অবদান স্মরণ করেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রাইজ ওয়াটার হাউজকুপার্সের (পিডবিউসি) ম্যানেজিং পার্টনার মামুন রশিদ। তিনি জাতিসংঘে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাগুলো তুলে ধরেন। বিশেষ করে তিনি তথ্যপ্রযুক্তি, তৈরি পোশাক, হালকা-প্রকৌশল শিল্প, কৃষি ইত্যাদি খাতে বাংলাদেশের সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কান্তি ঘোষ, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা আহসান খান চৌধুরী, বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল সৈয়দ সাব্বির আহমেদ, এএফডবিউসি, পিএসসি এবং আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও এস্তোনিয়ায় বাংলাদেশের কনসাল সৈয়দ ফরহাদ আহমেদও প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App