×

জাতীয়

লৌহজংয়ে পদ্মায় নৌ-পুলিশের ওপর জেলেদের গুলি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১২:১৮ পিএম

লৌহজংয়ে পদ্মায় নৌ-পুলিশের ওপর জেলেদের গুলি
মুন্সীগঞ্জের লৌহজং অংশের শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে মা ইলিশ শিকার বন্ধের অভিযান চালাতে গিয়ে জেলেদের হামলার মুখে পড়েছেন নৌ-পুলিশের সদস্যরা। এ সময় টহলরত নৌ-পুলিশের ওপর গুলি চালান জেলেরা। মঙ্গলবার সকাল ৮টার দিকে শামুরবাড়ি এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। জেলেদের গুলিতে নৌ-পুলিশের ট্রলারচালক মো. আলামিন (৩২) আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন বলেন, নিয়মিত টহলের অংশ হিসেবে লৌহজং অংশের শামুরবাড়ি এলাকায় অভিযানে যায় নৌ-পুলিশের সদস্যরা। এ সময় হঠাৎ জেলেদের নৌকা থেকে নৌ-পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। জেলেদের ছোড়া গুলি এসে নৌ-পুলিশের ট্রলারচালক আরমানের পায়ে লাগে। এতে তিনি আহত হন। তাকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরমান হোসেন আরও বলেন, ঘটনার সময় জেলেদের নৌকা লক্ষ্য করে নৌ-পুলিশ পাল্টা গুলি চালালে ট্রলার নিয়ে পালিয়ে যায় জেলেরা। এ ঘটনায় জেলেদের কেউ আহত হয়েছে কিনা তা জানা যায়নি। তবে কোনো জেলেকে আটক করা সম্ভব হয়নি। শ্রীনগর ও লৌহজং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মাকসুদা লিমা বলেন, এ ঘটনার পরপরই লৌহজং থানা থেকে নদীতে ফোর্স পাঠানো হয়েছে। এ ঘটনায় কারা জড়িত তাদের খুঁজে বের করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App