×

খেলা

দুবাইতে খেলতে চান সাকিব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৮, ১১:৪৬ এএম

দুবাইতে খেলতে চান সাকিব
দুবাইতে খেলতে চান সাকিব
বাংলাদেশ ক্রিকেটের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ইনজুরির জন্য বেশ কিছু দিন ক্রিকেটের বাইরে থাকতে হবে। অস্ট্রেলিয়াতে আঙুলের চিকিৎসা করিয়েছেন। গত সপ্তাহে দেশে ফিরে তিনি জানিয়েছিলেন তার ক্রিকেটে ফেরা পুরোপুরিই নির্ভর করছে কত দ্রুত আঙুলের সংক্রমণ ভালো হয় তার ওপর। এ ছাড়াও আগামী মাসে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে খেলার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি। গত রবিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচ শেষ হওয়ার পরই আরব আমিরাতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগে খেলার জন্য বিসিবির কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়ে আবেদন করেছেন সাকিব। সাকিবের আরব আমিরাতে খেলার অনুমতি চাওয়ার সংবাদটি প্রকাশ হওয়ার পর তোলপাড় শুরু হয়ে যায় ক্রিকেটাঙ্গনে। তবে বিসিবি এখনো এনওসি দেয়া বা না দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। সিদ্ধান্ত জানানো হবে আগামী দুয়েকদিনের মধ্যে। এ বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইফনুসের অভিমত, সাকিব যংযুক্ত আরব আমিরাতের টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলার জন্য এনওসি চেয়ে আবেদন করেছে। কিন্তু এখনো সিদ্ধান্ত নেয়া হয়নি। দুয়েকদিনের মধ্যেই এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। ক্রিকেট খেলতে পারবেন বলেই সব টুর্নামেন্টেই তাকে খেলার অনুমতি দেয়াটা ঠিক হবে কিনা, সেটা ভেবে দেখতে হবে বিসিবিকে। কারণ আগামী বছরই বিশ^কাপ ক্রিকেট। তার আগে আঙুলের চোট নিয়ে সাকিবের জন্য বিদেশি লিগে খেলাটা কতটা শুভনীয় হবে, সেই শঙ্কা থাকছেই। সবকিছু বিবেচনা করে সঠিক সিদ্ধান্তটা নিতে হবে বিসিবিকে। আসন্ন ২০১৯ বিশ্বকাপ নিয়ে পরিকল্পনার বিষয়ে এক বৈঠকে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব-তামিমসহ ইনজুরি আক্রান্ত ক্রিকেটারদের চিকিৎসার বিষয়ে জানতে চেয়েছেন। ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু হবে মে মাসে। তার আগে সাকিবের প্রসঙ্গে বাংলাদেশের ভাবনাটা মূলত ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে ঘিরে। যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলতে চান সাকিব, তাহলে তাকে মধ্য নভেম্বরের আগেই ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। আমিরাতের টি-টোয়েন্টি লিগ শুরু হবে ২৩ ডিসেম্বর থেকে। শেষ হবে ১ জানুয়ারি। কাজেই সুস্থ হলে সাকিব ঠিকই খেলতে পারবেন আমিরাতের লিগে। তার আগেই শেষ হয়ে যাবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার সিরিজ। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২২ নভেম্বর থেকে এবং শেষ হবে ২২ ডিসেম্বর। সে হিসেবে সাকিবের আমিরাতের লিগে খেলতে কোনো বাধা নেই। কিন্তু সমস্যা হলো, তার চোট। তার আঙুলে অস্ত্রোপচার করাতে হবে। তবে অস্ত্রোপচারটা করতে হবে আঙুলের সংক্রমণ কমে যাওয়ার পরে। সংক্রমণ কমলে অস্ত্রোপচার না করেই ক্রিকেট খেলতে পারবেন। সাকিব এবং বিসিবিও এই আশাই করছেন। সাকিব এখন পর্যন্ত বিশ্বের বেশ কয়েকটি দেশের ফ্রাঞ্চাইসিভিত্তিক টি-টোয়েন্টি লিগে খেলেছেন। এর মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নাম। আইপিএলের গত আসরে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলেছেন এই টাইগার অলরাউন্ডার। এর আগে ৭টি মৌসুম কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন তিনি। ২০১২ সালে কলকাতার শিরোপা জয়ের পেছনে বড় অবদান রয়েছে সাকিবের। এখন পর্যন্ত আইপিলে মোট ৬০টি ম্যাচ খেলেছেন বর্তমানে ৩১ বছর বয়সী এই অলরাউন্ডার। যেখানে ব্যাট হাতে ৭৩৭ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ৫৭ উইকেট। এ ছাড়া ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), অস্ট্রেলিয়ান টি-টোয়েন্টি লিগ (বিগ ব্যাশ) ও ইংল্যান্ডের কাউন্টি পর্যায়ের টি-টোয়েন্টি লিগেও খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সাকিব এখন পর্যন্ত সিপিএলে ২১, পিএসএলে ৮টি, বিগ ব্যাশে ৪টি ম্যাচ খেলেছেন। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ৬১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন বর্তমানে বিশে^র অন্যতম সেরা এই অলরাউন্ডার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App