×

তথ্যপ্রযুক্তি

কী বোর্ডের নতুন আপডেট এনেছে গুগল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৮, ০৩:১০ পিএম

কী বোর্ডের নতুন আপডেট এনেছে গুগল
ফোনে সহজে টাইপ করতে কী বোর্ডের নতুন আপডেট এনেছে গুগল।এতে যুক্ত হয়েছে ফ্লোটিং টাচ সুবিধা। ফলে ব‍্যবহারকারীরা সহজেই কিবোর্ডের অবস্থান পরিবর্তন করতে পারবেন।জনপ্রিয় সুইফট কিবোর্ডে ফ্লোটিং ফিচারটি রয়েছে। অনেকদিন ধরে অ‍্যান্ড্রয়েড ব‍্যবহারকারীদের দাবি ছিল এই ফিচার জিবোর্ড যুক্ত করার। অবশেষে ব‍্যবহারকারীদের কথা রেখেছে গুগল। ফ্লোটিং ফিচার ছাড়াও হ্যালুইন জিআইএফএস ও আরও নতুন ভাষা যুক্ত করা হয়েছে নতুন আপডেটে।ফ্লোটিং টাচ সুবিধাটি ব‍্যবহার করতে জিবোর্ডের ‘G’ আইকনে ক্লিক করতে হবে। এরপর সেখান থেকে তিনটি ডট দেয়া আইকনে ক্লিক করে ‘floating’ অপশন নির্বাচন করতে হবে। তারপর কিবোর্ডটি স্ক্রিনের যে কোন জায়গায় নিয়ে সুবিধামত ব‍্যবহার করা যাবে।জিবোর্ড ৭.৬ নামে নতুন সংস্করণটি ইতোমধ‍্যে সব ব‍্যবহারকারীদের কাছে পৌঁছাতে শুরু করেছে। তবে অনেকেই এখনো পাননি এটি। গুগলের পক্ষ থেকে বলা হয়েছে, দ্রুতই সব ব‍্যবহারকারীদের কাছে তা পৌঁছে যাবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App