×

জাতীয়

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আহসান উল্লাহর স্মরণে সভা

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৬:১৪ পিএম

সড়ক দুর্ঘটনায় নিহত শিক্ষক আহসান উল্লাহর স্মরণে সভা
সড়ক দুর্ঘটনায় নিহত প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহর স্মরণে গত শুক্রবার সভা মরহুমের গ্রামের বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার চুল্লী গ্রামে অনুষ্ঠিত হয়। গত ৬ অক্টোবর সকালে কিশোরগঞ্জ থেকে কর্মস্থলে যাওয়ার পথে নিকলীগামী সিএনজিচালিত অটোরিকশা উল্টে শিক্ষক শাহ মোহাম্মদ আহসান উল্লাহর মৃত্যু হয়। সড়কে এক শিশুকে রক্ষা করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। শাহ মোহাম্মদ আহসান উল্লাহ নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। সভায় উপস্থিত ছিলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সদস্যসচিব ও আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শরিফ আহমদ সাদী, জাহাঙ্গীর আলম মোল্লা। সভাপতিত্ব করেন প্রয়াত শিক্ষকের চাচা ডা. এস এম মোস্তফা খান পাঠান। আরো আলোচনা করেন করিমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আজিজুল ইসলাম দুলাল, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিউজ্জামান শফি, সুপ্রিম কোর্টের আইনজীবী শাহ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, এ.বি নূরজাহান হোসেন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নূরুল আমিন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৌলভী জসিম উদ্দিন, গুনধর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আঙ্গুর ভূঁইয়া, জয়কা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হারুন-অর-রশিদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App