×

তথ্যপ্রযুক্তি

সাবেক উপ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিল ফেসবুক!

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৮, ০৯:০৩ পিএম

সাবেক উপ প্রধানমন্ত্রীকে নিয়োগ দিল ফেসবুক!

যুক্তরাজ্যের সাবেক উপ-প্রধানমন্ত্রী ও বেক্সিট বিরোধী আইনজীবী নিক ক্লেগকে নিয়োগ দিয়েছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও প্রভাবশালী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। প্রতিষ্ঠানটির তিনি গ্লোবাল পলিসি ও কমিউনিকেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

ক্লেগ ফেসবুক পেজে লিখেছেন, ফেসবুকে যোগদান করতে পেরে আমি আনন্দিত। ইউরোপ ও যুক্তরাজ্যের রাজনীতিতে প্রায় ২০ বছর ধরে যুক্ত থাকার পর এটা আমার জন্য একটি উত্তেজনাপূর্ণ নতুন দুঃসাহসিক কাজ। ভুয়া খবর, তথ্যের নিরাপত্তা ও বিভিন্ন সরকারের কড়াকড়ির চাপের মধ্যে থাকা ফেসবুককে উদ্ধারের দায়িত্ব নিতে যাচ্ছেন ক্লেগ। জানুয়ারিতে সিলিকন ভ্যালিতে পাড়ি দিবেন এই লিবারেল ডেমোক্র্যাট দলের সাবেক প্রধান। ২০১০-২০১৫ সালে লিবারেল ডেমোক্র্যাটরা ডেভিড ক্যামেরনের কনজারভেটিভ পার্টির সঙ্গে জোট বেঁধে ক্ষমতা গ্রহণের পর উপ-প্রধানমন্ত্রী হন ক্লেগ। এটাই তার রাজনৈতিক জীবনের স্বরনালী সময় ছিল।

সুত্র: ডেইলি মেইল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App