×

বিনোদন

শেষবারের মতো বাড়ি ফেরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০৪:১৯ পিএম

শেষবারের মতো বাড়ি ফেরা
চট্টগ্রাম নগরের এনায়েত বাজার এলাকার তিনতলার ভবনটির গায়ে শেওলা জমেছে। বিভিন্ন জায়গায় জন্মেছে পরগাছা। দীর্ঘদিন রং না করায় এখন বিবর্ণ। এই বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ফিরিঙ্গিবাজারের হাজী নুরুজ্জামান আবাসিক এলাকার ‘হাজী বিল্ডিং’ ও ‘সখিনা ম্যানশন’। চট্টগ্রামের ৩৪৪ জুবিলী রোড, নুরুজ্জামান সওদাগরের বাড়ি। এই ভবনগুলোর সঙ্গে জড়িয়ে আছে জনপ্রিয় ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর বেড়ে ওঠার স্মৃতি। চট্টগ্রামের এনায়েত বাজার মোড় ফেলে একটু সামনে গেলেই ডান দিকে একটি গলি ভেতরের দিকে চলে গেছে। ওই গলি দিয়ে একটু এগুলোই হাতের বাম পাশে চোখে পড়বে পুরাতন একটি তিন তলা ভবন। লাল রঙের এই ভবনেই শৈশব-কৈশোর কেটেছে ব্যান্ড সঙ্গীতের কিংবদন্তি আইয়ুব বাচ্চুর। ওই ভবনের দোতলার একটি কক্ষে থাকতেন এই গিটার লিজেন্ড। আর রাতে ছাদেই গিটার বাজাতেন তিনি। এরপরই আস্তে আস্তে তার সুর ছড়িয়ে পড়েছে উপমহাদেশের আকাশে। আইয়ুব বাচ্চুর দুই সন্তান। তার মেয়ে সাফরা ও ছেলে তাজোয়ার। বাবাকে নিয়ে তার সন্তান, পরিবারের সদস্যরা ঠিকই বাড়ি ফিরছেন, তবে এই ফেরাটা একেবারে অন্য রকম। কারণ এটি যে তার শেষবারের মতো বাড়ি ফেরা। আর কখনোই চট্টগ্রাম থেকে ফিরবেন না ব্যান্ড সঙ্গীতের জনপ্রিয় শিল্পী। রাজধানী ঢাকা, দেশের আনাচ-কানাচ কিংবা দেশের বাইরের কোনো মঞ্চ আর আইয়ুব বাচ্চুর গিটারের মূর্ছনায় ভাসবে না। শ্রোতারা উন্মাতাল হবে না, বাংলাদেশি সঙ্গীতের কিংবদন্তি এই শিল্পীর পরিবেশনায়। দুই সন্তান দেশে ফেরার পর আইয়ুব বাচ্চুকে সমাহিত করা হবে মায়ের পাশের কবরে। আইয়ুব বাচ্চুর মরদেহ এখন রাখা হয় ঢাকার স্কয়ার হাসপাতালের হিমঘরে। পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য রাখা হয়। এরপরই আইয়ুব বাচ্চুর মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকার জাতীয় ঈদগাহ ময়দানে। জুমার নামাজ শেষে সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর মগবাজারে কাজি অফিস গলিতে আইয়ুব বাচ্চুর গান তৈরির কারখানা ‘স্টুডিও এবি কিচেন’এ শেষবারের মতো নিয়ে যাওয়া হয়। এখানকার আনুষ্ঠানিকতা শেষে চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। চ্যানেল আইয়ের আনুষ্ঠানিকতা শেষে আইয়ুব বাচ্চুর মরদেহ আবারো স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়। বাচ্চুর পরিবারের পক্ষ থেকে পার্থ বড়ুয়া বলেন, বাচ্চু ভাইয়ের মেয়ে সাফরা ও ছেলে তাজোয়ার অস্ট্রেলিয়া ও কানাডায় থাকেন। দুজন আজ (শুক্রবার) বিকেল কিংবা রাতের কোনো একটা সময়ে ঢাকায় চলে আসতে পারবেন বলে আমরা আশা করছি। সেভাবেই সব ধরনের প্রস্তুতিও নেয়া হয়েছে। তারা আসার পরই বাবার মরদেহ নিয়ে চট্টগ্রাম যাবেন। চট্টগ্রামের স্টেশন রোডের চৈতন্য গলিতে মায়ের কবরের পাশে আজ শনিবার চিরনিদ্রায় যাবেন শিল্পী আইয়ুব বাচ্চু। এর আগে চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে। হ মেলা প্রতিবেদক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App