×

জাতীয়

উত্থাপন হবে সরকারি চাকরির নতুন ১৮১৩ পদ সৃষ্টির প্রস্তাব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৮, ০৪:৫৮ পিএম

রাজস্ব ও উন্নয়ন খাতে নিয়োগের লক্ষ্যে নতুন করে ১৮১৩টি পদ সৃষ্টির সুপারিশ করেছে সরকারের ১১টি মন্ত্রণালয় ও বিভাগ। আগামী ২১ অক্টোবর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটিতে এ প্রস্তাবগুলো উত্থাপন করা হবে বলে জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে বাংলাদেশ নৌবাহিনীর চিফ হাইড্রোগ্রাফার অফিসের সাংগঠনিক কাঠামো গঠনের জন্য ১৫৯টি পদ সৃষ্টির প্রস্তাব করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাবার বোর্ডের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৬৩টি পদ সৃষ্টির সুপারিশ করেছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। মন্ত্রিপরিষদ বিভাগের প্রশাসন ও বিধি অণুুবিভাগের আওতায় রাজস্ব খাতে ৯টি পদ সৃষ্টির সুপারিশ রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের তিনটি আলাদা সুপারিশে ২৮৬টি পদ সৃষ্টির সুপারিশ করা হয়েছে। এর মধ্যে পটুয়াখালী জেলার বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর রাবনাবাদ বেইজের জন্য ২১২টি পদ, কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানাকে বিভক্ত করে লালমাই থানা স্থাপন এবং এর কার্যক্রম পরিচালনার জন্য ২৫টি পদ এবং ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্টের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাবরেটরি অব বাংলাদেশের সমাপ্ত প্রকল্পের ৭টি পদ রাজস্ব খাতে স্থানান্তরের সুপারিশ রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রস্তাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের জন্য ২০তম গ্রেডে ২১টি আউটসোর্সিং পদের বিপরীতে রাজস্ব খাতে অস্থায়ীভাবে পদ সৃষ্টি করতে বলা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের পৃথক পাঁচটি সুপারিশে ২৭০টি পদ সৃষ্টির অনুমোদন চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলাধীন সরকারিকরণকৃত কাজী মাহবুব উল্লাহ কলেজ বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণে লক্ষ্যে ৫৯টি পদ, পটুখালী জেলার বাউফল উপজেলাধীন সরকারি করণকৃত বাউফল কলেজে বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের জন্য ৪৫টি পদ, গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীনসরকারিকরণকৃত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কলেজে বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের জন্য ৭০টি পদ, গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উজেলাধীন সরকারিকরণকৃত মুকসুদপুর কলেজে বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের জন্য ৫৭টি পদ, বরগুনা জেলার আমতলী উপজেলাধীন সরকারিকরণকৃত আমতলী কলেজে বেসরকারি আমলে কর্মরত শিক্ষক-কর্মচারীদের আত্মীকরণের জন্য ৩৯টি পদ সৃষ্টি। তথ্য মন্ত্রণালয় বাংলাদেশ বেতারের জন্য রাজস্ব খাতে ২৯৫টি পদ প্রস্তাব করেছে। কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার মালিগাঁও ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জন্য রাজস্ব খাতে ৩৩টি পদের প্রস্তাব করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে তাদের অতিরিক্ত সচিবের দপ্তরের জন্য দুইটি পদ সৃষ্টি হচ্ছে। বিদ্যুৎ বিভাগের দুইটি প্রস্তাবে সাড়ে তিনশ পদ সৃষ্টি হচ্ছে। এর মধ্যে ভোলা থেকে ২৭৫ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ কেন্দ্রের পরিচালন ও সংরক্ষণের জন্য বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৯৭টি পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। এ ছাড়া বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের তৃতীয় ইউনিট পরিচালন ও সংরক্ষণের জন্যও বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রাজস্ব খাতে অস্থায়ীভাবে ১৫৪টি পদ সৃষ্টির প্রস্তাব করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App