×

বিনোদন

শিল্পকলায় সুবচনের ‘প্রণয় যমুনা’ মঞ্চস্থ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৮, ১২:১৮ পিএম

শিল্পকলায় সুবচনের ‘প্রণয় যমুনা’ মঞ্চস্থ
প্রণয় যমুনা নাটকের মঞ্চায়ন হলো শিল্পকলায়। গতকাল বুধবার সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে সুবচন নাট্য সংসদদের নাটকটি মঞ্চস্থ হয়। এটি সুবচনের ৩৭তম প্রযোজনা। নাটকটি নির্মিত হয়েছে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘রাধাকৃষ্ণ’ উপন্যাস অবলম্বনে। নাট্যরূপ দিয়েছেন আসাদুল ইসলাম। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। রাধাকৃষ্ণের প্রেমের আখ্যান নিয়ে রচিত হয়েছে নাটক ‘প্রণয় যমুনা’। এই আখ্যানজুড়ে আছে অভিসার, বিরহ-মিলন, বৃন্দাবন, বাঁশির সুর আর যমুনা নদী। যমুনার তীরে বাঁশি বাজিয়ে, নদীতে নৌকা ভাসিয়ে বড় হয়েছে কৃষ্ণ। এই যমুনার পাড়েই সে দেখা পায় অপরূপা রাধার। তারপর থেকেই রাধার ছবিটি কৃষ্ণের মনে গেঁথে যায়। বন্ধুদের সহচর্যে কৃষ্ণ কৌশলে শুল্ক আদায়কারীর ছদ্মবেশে রাধার কাছে প্রেম নিবেদন করে, কিন্তু সে ব্যর্থ হয়। এরপর মাঝির বেশ ধরে রাধাকে কৌশলে নৌকায় তুলে যমুনা পাড়ি দেয় কৃষ্ণ। যমুনার জল তরঙ্গে ভাসতে থাকা দুটি প্রাণ পরস্পরের খুব কাছাকাছি হয়। রাধা এবার আর কৃষ্ণকে উপেক্ষা করতে পারে না। মনের মধ্যে প্রেমের তরঙ্গ নিয়ে ঘরে ফেরে রাধা। যমুনার কূলে কৃষ্ণের বাঁশি শুনে ঘর ছেড়ে ছুটে আসে রাধা। ভালোবাসার অসুখে ভুগে প্রেমে পাগলপারা রাধার স্বাস্থ্যহানি ঘটলে চলে যায় ব্রজপুরী, তার বাপের বাড়ি। সেখানেও হানা দেয় কৃষ্ণ। যমুনার তীরে পূর্ণিমার রাতে তাদের আবার দেখা হওয়ার প্রতিশ্রুতি নিয়ে যখন কৃষ্ণ বৃন্দাবনের পথে পা বাড়ায়, পথিমধ্যে দেখা হয় সান্দীপণী ঋষির সঙ্গে। ঋষি কৃষ্ণের বিস্মৃতি ভাঙায়। রাজা কংসের কারাগারে কৃষ্ণের বাবা মা বন্দি। তাদের উদ্ধার করে ও ধরণীকে পাপমুক্ত করতে ভালোবাসা ছড়িয়ে দেয়ার আহবান জানায় কৃষ্ণকে। সে তা ফেরাতে পারে না। কৃষ্ণকে পাড়ি দিতে হয় অজানা পথে। তাই বলে ভালোবাসা মরে না। একদা কৃষ্ণ যে দীপ জ্বালিয়ে ছিল রাধার মনে, ভালোবাসার সেই দীপ হাতে রাধা যমুনার তীরে এসে দাঁড়ায়। কৃষ্ণের ফিরে আসার অপেক্ষায় রাধা নিশ্চল। নাটকে কৃষ্ণ চরিত্রে অভিনয় করেছেন ফজলুল হক রাসেল, রাধা চরিত্রে সোনিয়া হাসান। অন্য চরিত্রে অভিনয় করেছেন আহাম্মেদ গিয়াস, মোহাম্মদ আনসার আলী, মেহেদী হাসান সোহাগ, হোসেন ইমরান, তানভীর দীপু, ইমতিয়াজ শাওন, শাহ সালাউদ্দিন, আল আমিন, মারুফ, সবুজ, আরিফ মহিউদ্দিন, জাকারিয়া প্রমুখ। নাটকটির সহযোগী নির্দেশক আহাম্মেদ গিয়াস, সঙ্গীত পরিচালনা করেছেন আমিরুল ইসলাম বাবুল, আলোক পরিকল্পনা করেছেন গর্গ আমিন। এবার নতুন একটি নাটকে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App