×

জাতীয়

নির্বাচন কমিশনারের সভা বর্জন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৮, ০১:১৭ পিএম

নির্বাচন কমিশনারের সভা বর্জন
আবারও নোট অব ডিসেন্ট দিয়ে কমিশনের সভা বর্জন করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। সোমবার ( ১৫ অক্টোবর) সকাল সোয়া এগারটায় আগারগাঁও নির্বাচন ভবনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৩৬তম প্রস্তুতি সভা শুরুর ৭ মিনিটের মাথায় নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে যান মাহবুব তালুকদার। তৃতীয় তলায় শুরু হওয়া বৈঠক থেকে বেরিয়ে তিনি চতুর্থ তলায় তার কার্যালয়ে যান। এ সময় মাহবুব তালুকদারের কাছে জানতে চান, তিনি সভা থেকে বেরিয়ে এসেছেন কি না? এর উত্তরে মাহবুব তালুকদার বলেন, হ্যাঁ। আমি নোট অব ডিসেন্ট দিয়ে বেরিয়ে এসেছি। জানা যায়, বৈঠকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান। পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতাসহ নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান। কিন্তু অন্য নির্বাচন কমিশনাররা রাজি না হওয়ায় নোট অব ডিসেন্ট দিয়ে মাহবুব তালুকদার বেরিয়ে যান। নির্বাচন প্রস্তুতি নিয়ে আজকের সভায় দুইটি এজেন্ডার মধ্যে ছিল- আগামী জাতীয় নির্বাচন সম্পর্কে সর্বশেষ প্রস্তুতি নিয়ে ইসি সচিব থেকে কমিশনারদের অবহিতকরণ ও হিজড়া জনগোষ্ঠীর ভোটার তালিকা চূড়ান্তকরণ। এ ছাড়া জাতীয় নির্বাচনের তফসিল কবে ঘোষণা হবে সে বিষয়েও এ সভায় সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। সভায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদাসহ অন্য চার কমিশনার উপস্থিত ছিলেন। এর আগে গত ৩০ আগস্ট ইভিএম নিয়ে বিরোধিতার জেরে ইসির সভা বর্জন করেন মাহবুব তালুকদার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App