×

জাতীয়

দক্ষিণ চট্টগ্রামে দুশ্চিন্তায় কৃষক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০৪:৫৭ পিএম

দক্ষিণ চট্টগ্রামে দুশ্চিন্তায় কৃষক
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপে ঘূর্ণিঝড় ‘তিতলি’র’ প্রভাবে একটানা ৫ দিন ধরে বৃষ্টিপাতে ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছে। দক্ষিণ চট্টগ্রামের আকাশে গত মঙ্গলবার থেকে দেখা মিলছে না সূর্যের মুুখ। টানা বৃষ্টিতে নিচু এলাকায় তলিয়ে গেছে সবজি ক্ষেত। ফলে ফসল উৎপাদন নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন এ অঞ্চলের কৃষকরা। তারা জানান, সাগরের নিম্নচাপের প্রভাব এখনো থেকে যাওয়ায় দমকা হাওয়া ও বন্যা আশঙ্কা করা হচ্ছে। যদি বন্যা হয় তাহলে মাটির সঙ্গে মিশে যাবে কৃষকের স্বপ্ন। সবচেয়ে বেশি কষ্টের মধ্যে পড়েছেন কেটে খাওয়া মানুষ। লাগাতার বৃষ্টির কারণে শ্রমজীবী মানুষ ঘর থেকে বের হতে পারছেন না। ফলে অভাবের সংসারে অনেকেই পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিনযাপন করছেন। কেরানীহাটের নিউমার্কেটের ব্যবসায়ী রাশেদুল ইসলাম বলেন, ৫ দিন ধরে একটানা বৃষ্টিপাতে মানুষ ঘর থেকে বেরই হতে পারছেন না। গুরুত্বপূর্ণ কোনো কাজ ছাড়া কেউ বাজারে আসছেন না। আমার মতো অনেক ব্যবসায়ী দোকান খুলে বসে আছেন। বিক্রির জন্য কোনো ক্রেতা পাচ্ছেন না। তিনি বলেন, বর্ষাকালেও এ রকম লাগাতার বৃষ্টি হয়নি। রাতে বৃষ্টি হলে দিনে সূর্যের আলোর দেখা মিলত। এতে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক থাকত। জানা যায়, বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে দক্ষিণ চট্টগ্রামের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গতকাল শনিবার দুপুর পর্যন্ত টানা ৫ দিন ধরে এ অঞ্চলের কোথাও সূর্যের মুখ দেখা যায়নি। ভারি বৃষ্টিপাত হচ্ছিল। খাগরিয়ার কৃষক আহমদ হোসেন জানান, বর্গা নিয়ে ২ কানির মতো সবজি চাষ করেছি। টানা বৃষ্টিতে ক্ষেতগুলোতে পানি জমে আছে। ভয়ের মধ্যে আছি। ক্ষেত নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা দেখছি। সাতকানিয়া কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, লাগাতার বৃষ্টি হওয়ায় নিচু এলাকার কিছু সবজি ক্ষেত নষ্ট হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App