×

বিনোদন

চারুকলায় বৃষ্টিভেজা শরৎ উৎসব

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ১২:৫৫ পিএম

চারুকলায় বৃষ্টিভেজা শরৎ উৎসব
জীবনানন্দের এই রূপসী বাংলায় প্রকৃতির অপরূপ রূপ ছড়ানো। চারদিকে কোমল স্নিগ্ধতা ছড়িয়ে রাখা এই ঋতুতে আকাশে সাদা মেঘের ভেলা ভাসছে। আবহাওয়ায় হালকা শীতের আমেজ। খুব ভোরে জেগে উঠেছিল চারুকলার বকুলতলা। দলে দলে প্রকৃতিপ্রেমীদের আনাগোনায় মুখর হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। এর মধ্যেই এক পশলা বৃষ্টি ভিজিয়ে দেয় প্রকৃতিকে। তারই মাঝে জমে উঠে বৃষ্টিভেজা শরৎ উৎসব। গতকাল শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় সত্যেন সেন শিল্পীগোষ্ঠী আয়োজন করে এই শরৎ উৎসবের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান উৎসবের উদ্বোধন করেন। শরৎ উৎসবের তাৎপর্য নিয়ে কথা বলেন সত্যেন সেন শিল্পীগোষ্ঠীর নিগার চৌধুরী, সাধারণ সম্পাদক মানজার চৌধুরী সুইট। মো. আখতারুজ্জামান বলেন, আবহমান বাংলার ঐতিহ্যের মধ্যে শরৎ একটি শক্তিশালী অনুষঙ্গ। মানুষের হৃদয়ের যে প্রশস্ততা শরৎ সেখানে গভীরভাবে প্রভাব বিস্তার করে। মানস কাঠামোতে, জীবন আচারে বাঙালি অসাম্প্রদায়িক চেতনা নিয়ে আসে শরতের দুর্গোৎসব। এ সময় তিনি ঋতু বৈচিত্র্যের এ সাংস্কৃতিক ঐতিহ্যকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেয়ার আশাবাদ ব্যক্ত করেন। সকালে শিল্পী নুরুল হকের সন্তুরে রাগ পরিবেশনা দিয়ে শুরু হয় শরৎ উৎসবের। পরে একক সঙ্গীত পর্বে মহাদেব ঘোষ গেয়ে শোনান রবীন্দ্রসঙ্গীত ‘অমল ধবল পালে’। শিল্পী অনিমা রায় শোনান রবীন্দ্রসঙ্গীত ‘আমার রাত পোহালো ও দেখো দেখো সুখতারা’, সুমনা মজুমদার শোনান নজরুলসঙ্গীত ‘ভোরের ঝিলের জলে শালুক পদ্ম তোলে’, সঞ্জয় কবিরাজ শোনান নজরুলসঙ্গীত ‘শিউলি ফুল দোলে’, বিমান চন্দ্র বিশ্বাস শোনান ‘ও আকাশ বল আমারে’। পশ্চিমবঙ্গের হালিশহর থেকে আগত ছন্দে ছন্দে নৃত্যদল তাদের পরিবেশনা উপহার দেয়। উৎসবের বিকেলের পর্বে সঙ্গীত পরিবেশন করেন স্বভ‚মি লেখক শিল্পী কেন্দ্র, গীত শতদল, সমন্বয়, পঞ্চভাস্বর, উজান। দলীয় নৃত্য পরিবেশন করে আঙ্গীকাম, নটরাজ, স্বপ্ন বিকাশ কলা কেন্দ্র, ঘাসফুল নদী শিল্পীগোষ্ঠী। গঙ্গা-যমুনায় শেক্সপিয়রের হ্যামলেট : গঙ্গা-যমুনা সাংস্কৃতিক উৎসবের নবম দিন গতকাল শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চস্থ হয় হ্যামলেট। উইলিয়াম শেক্সপিয়র রচিত এবং সৈয়দ শামসুল হক অনূদিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নাট্যজন আতাউর রহমান। নাটকটি উপভোগ করতে এ দিন শিল্পকলায় ছিল নাট্যপ্রেমীদের উপচে পড়া ভিড়। এ ছাড়া, এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে তরুণ সম্প্রদায় (সিরাজগঞ্জ) পরিবেশিত হয় নাটক ‘অসমাপ্ত’। মাহফুজা হেলালী রচিত নাটকটির নির্দেশনা দেন আমিনুর রহমান মুকুল। এ ছাড়া বিকেলে মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করে কেন্দ্রীয় খেলাঘর আসর। পথনাটক পরিবেশন করে নাট্যকুঞ্জ। দলীয় আবৃত্তি পরিবেশন করে মুক্তধারা আবৃত্তি চর্চা কেন্দ্র, স্রোত আবৃত্তি সংসদ। দলীয় সঙ্গীত পরিবেশন করে ক্রান্তি শিল্পীগোষ্ঠী, উজান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App