×

তথ্যপ্রযুক্তি

উইন্ডোজ টেনের আপডেট শুরু

Icon

কাগজ বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০১৮, ০৩:১৩ পিএম

উইন্ডোজ টেনের আপডেট শুরু
অক্টোবর মাসে উইন্ডোজ ১০ আপডেট পাঠানোর কথা ঘোষণা করেছিল মাইক্রোসফট। কাজও শুরু হয়েছিল। কিন্তু শুরুতেই বিপত্তি। যে সব গ্রাহক নিজের কম্পিউটারে এই আপডেট করেছে তারা কম্পিউটার থেকে ফাইল ডিলিট হয়ে যাওয়ার অভিযোগ তোলেন। এরপরেই নতুন উইন্ডোজ ১০ আপডেট পাঠানো বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয় মাইক্রোসফট। সমস্যার সমাধান করে আবার উইন্ডোজ ১০ আপডেট পাঠানো শুরু করল মাইক্রোসফট। এক বিবৃতিতে মাইক্রোসফট জানিয়েছে, আবার ১৮০৯ উইন্ডোজ ১০ আপডেট গ্রাহকের কম্পিউটারে পাঠানো শুরু হয়েছে। এই ডাটা ডিলিট হওয়া নিয়ে আমরা সম্পূর্ণভাবে তদন্ত করেছি। কোম্পানির অন্তবর্তী তদন্তের পরেই আবার আপডেট পাঠানো শুরু হয়েছে। বিবৃতে জানিয়েছে মাইক্রোসফট। প্রথম দুইদিনে খুব কম সংখ্যক গ্রাহক এই আপডেট করেছিলেন। যে সব গ্রাহক এই আপডেটের সময় নিজেদের ডাটা হারিয়েছেন মাইক্রোসফটের তরফ থেকে সে গ্রাহকদের ডাটা ফিরিয়ে আনার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App