×

বিনোদন

বন্ধ হয়ে গেল রাজশাহী শহরের শেষ সিনেমা হল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ০১:২৭ পিএম

বন্ধ হয়ে গেল রাজশাহী শহরের শেষ সিনেমা হল
ব্যবসায় ধুঁকতে থাকা রাজশাহী শহরের সর্বশেষ সিনেমা হল ‘উপহার’ পূর্ব ঘোষণা অনুযায়ী বন্ধ করে দেয়া হলো। মালিকের নির্দেশনা অনুযায়ী বৃহস্পতিবার রাত ৯টা থেকে নাকাব নামে একটি সিনেমার শেষ প্রদর্শনী হয়। তারপর থেমে যায় ৪৪ বছরের কোলাহল। গতকাল শুক্রবার এ হলে আর কোনো প্রদর্শনী হয়নি। বৃহস্পতিবার রাতে শেষবারের মতো সিনেমা দেখতে এসেছিলেন অনেকে; যাদের কণ্ঠে আকুতি ঝরেছে হলটি বন্ধ হওয়ার খবরে। ব্যবস্থাপক তপন কুমার দাস তাদের বন্ধ হয়ে যাওয়া হলটি সম্পর্কে সাংবাদিকদের জানান, প্রায় সাড়ে ২৪ কাঠা আয়তনের এ হলে একসঙ্গে এক হাজারের বেশি দর্শকের বসার জায়গা রয়েছে। কিন্তু ব্যবসা না হওয়ায় বন্ধ হয়ে গেল। এদিকে হলটি চালু রাখতে বৃহস্পতিবার রাজশাহী শহরে ৫টি চলচ্চিত্র সংগঠন মানববন্ধন ও হলের সামনে অবস্থান কর্মসূচি পালন করে। অন্যদিকে হলটি রক্ষায় কাজ চলছে বলে দাবি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাজ্জাদ বকুল। তিনি বলেন, প্রশাসনের সঙ্গে কথা বলে, মেয়র ও মালিকের সঙ্গে কথা বলে আমরা হলটি রক্ষা করব। সেই প্রক্রিয়া চলছে। আমরা যতটুকু আভাস পাচ্ছি তাতে আমরা হলটি চালু রাখতে সক্ষম হব। আমরা খুব দ্রুত একটি সংবাদ সম্মেলনের মাধ্যম আমাদের প্রস্তাব তুলে ধরব। আমরা চাচ্ছি, সরকার প্রতিটি জেলায় একটি করে সিনেমা হল পরিচালনা করুক, যেভাবে জাদুঘরসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো চলে। উল্লেখ্য, রাজশাহী সিটি করপোরেশনে উপহারের আগে আরো ৪টি হল ছিল। উপহার ১৯৭৪ সালে স্নিগ্ধা নামে যাত্রা করে। মাঝখানে কয়েক বছর বন্ধ থাকার পর ১৯৮৫ সালে ‘অন্যায় অবিচার’ সিনেমা দিয়ে উপহার নাম নিয়ে আবার চালু হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App