×

জাতীয়

পদ্মাসেতু হলে জিডিপি দুই শতাংশ বাড়বে: সেতুমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ০৯:১১ পিএম

পদ্মাসেতু হলে জিডিপি দুই শতাংশ বাড়বে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু হলে জিডিপি দেড় থেকে দুই শতাংশ বৃদ্ধি পাবে।

আজ শনিবার (১৩ অক্টোবর) বিকেলে শিবচরের কাঁঠালবাড়ী ঘাটে প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি একথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, পদ্মাসেতু হলে যে শুধু দক্ষিণাঞ্চলেরই সুবিধা হবে তা নয়, সারাদেশেই সুবিধা হবে।

তিনি আরো বলেন, এখানে আওয়ামী লীগের জনসভা নির্বাচনের জন্য নয়। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজের এলাকা, তার ভালোবাসার এলাকা। এখানে আমরাই নির্বাচনে জয়লাভ করবো।

জনসভাস্থল পরিদর্শনকালে সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাসিম, মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, রোববার (১৪ অক্টোবর) জাজিরা ও মুন্সীগঞ্জের মাওয়া এলাকায় পদ্মাসেতুর নামফলক উন্মোচন, এন-৮ মহাসড়কের ঢাকা-মাওয়া ও পাঁচ্চর-ভাঙ্গা অংশের উদ্বোধন, মূল নদীশাসন কাজ সংলগ্ন স্থায়ী নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধন, পদ্মাসেতু রেল সংযোগ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন ও পদ্মাসেতু প্রকল্পে সার্বিক অগ্রগতি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর বিকেলে প্রধানমন্ত্রী শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাটে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App