×

জাতীয়

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ১২:০৪ পিএম

চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা
চট্টগ্রামে পাহাড় ধসের আশঙ্কা
ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে চট্টগ্রামসহ সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যায় ঘূর্ণিঝড় ‘তিতলি’ আঘাত হানার পর উত্তর-উত্তর পশ্চিম দিকে অগ্রসর ও দুর্বল হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ রবিবার পর্যন্ত সারা দেশে ভারি বর্ষণসহ দমকা ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে টানা বৃষ্টিপাতের কারণে পাহাড় ধসের আশঙ্কায় জেলা প্রশাসন গতকাল নগরীর পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসকারী প্রায় ৭ হাজার মানুষকে সরিয়ে নেয়। লালখানবাজার মতিঝর্ণা, পোড়াপাহাড়, একে খান এলাকাসহ ঝুঁকিপূর্ণ পাহাড় থেকে এসব মানুষকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিলুর রহমান। তিনি বলেন, আমরা কাউকে ফোর্স করছি না। আমরা তাদের বোঝানোর চেষ্টা করছি। সম্ভাব্য ক্ষতি ও প্রাণহানির বিষয়টি বুঝতে পেরে নিরাপদ স্থানে সরে যাচ্ছেন তারা। জেলা প্রশাসনের আশ্রয়কেন্দ্র এবং আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন এসব মানুষ। বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের মূল জেটিতে কনটেইনার লোড-আনলোড অব্যাহত রয়েছে। এ ছাড়া টানা বৃষ্টিতে নগরজীবনে দুর্ভোগ দেখা দিয়েছে। বৃষ্টির সঙ্গে জোয়ারের পানি যোগ হয়ে নগরীর বিভিন্ন এলাকার ঘরবাড়িতে জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক ও কর্মস্থলগামী মানুষকে দুর্ভোগ পোহাতে না হলেও বিপাকে পড়েছেন মজুর, শ্রমিক আর নিম্নআয়ের মানুষ। গতকাল বিকেল ৩টা পর্যন্ত চট্টগ্রামে ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ৭৬ মিলিমিটার। পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ মেঘনাদ তঞ্চঙ্গ্যা ভোরের কাগজকে বলেন, উড়িষ্যা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপের প্রভাবে অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App