×

খেলা

আজ শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ অক্টোবর ২০১৮, ০৫:০৭ পিএম

আজ শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল
আজ শ্রীলঙ্কা যাচ্ছে যুব দল
ঘরের মাটিতে এশিয়া কাপ শেষ হলেও ব্যস্ততা কমছে না অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দলের। এবার শ্রীলঙ্কা সফরে যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররা। ২টি চারদিনের ম্যাচ ও ৫টি একদিনের ম্যাচ খেলতে আজ শনিবার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রায় এক মাসব্যাপী সফর শেষ করে নভেম্বরের ১০ তারিখ দেশে ফিরবে যুব দল। ইতোমধ্যে মিরপুর স্টেডিয়ামে এইচপি দলের সঙ্গে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে যুব দল। সদ্য সমাপ্ত এশিয়া কাপের ট্রফি জিততে না পারলেও লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের আশা যুব দলের অধিনায়ক তৌহিদ হৃদয়ের। বিসিবি শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে। এ ছাড়া স্ট্যান্ডবাই হিসেবে আরো ৫ ক্রিকেটারকে রেখেছেন নির্বাচকরা। আগামী ১৯-২০ এবং ২৩-২৬ অক্টোবর দুটি চারদিনের ম্যাচ খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা যুব দলের বিপক্ষে। ৩০ অক্টোবর পাঁচটি ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। ১, ৩, ৬ ও ৯ নভেম্বর বাকি চারটি ওয়ানডে মাঠে গড়াবে। ঘরের মাঠে এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ২ রানে হেরে স্বপ্নভঙ্গ হলেও বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। এশিয়া কাপ স্কোয়াডের প্রায় সবাইকেই রাখা হয়েছে যুব দলের এ স্কোয়াডে। এ ছাড়া দলে রয়েছেন তরুণ লেগস্পিনার মোহাম্মদ রিশাদ হোসেন ও বাঁ-হাতি পেসার শরীফুল ইসলাম। তাই ২০২০ যুব বিশ্বকাপের জন্য এই দলটার ওপরই ভরসা টিম ম্যানেজমেন্টের। প্রতিদান দিতে চান ক্রিকেটাররাও। তৌহিদ হৃদয়ের মুখেও শোনা গেল তেমন আশার কথা, যেটা চলে গেছে, সেটা নিয়ে পরে থাকলে হবে না। এশিয়া কাপে যে ভুলগুলো করেছি সেগুলো শ্রীলঙ্কা সফরে শোধরাতে হবে। আমরা আমাদের সামর্থ্যরে শতভাগ দিতে পারলে সিরিজ জেতা সম্ভব। হৃদয় ছাড়া দলের বাকিরা একেবারেই নতুন। এশিয়া কাপের আগে দলটাকে নিয়ে অধিনায়কের মনে সন্দেহ থাকলেও এখন আর নেই। এই দলটাই বিশ^কাপের আগে সেরা একটি দল হয়ে উঠবে বলে মনে করেন যুব দলের অধিনায়ক তৌহিদ, আমাদের প্রতিটি প্লেয়ার এবার প্রথম এশিয়া কাপ খেলেছে। এশিয়া কাপ খেলে তারা এখন অভিজ্ঞতা অর্জন করেছে। এখন আমাদের বিশ্বাস জন্মেছে আগামীতে আমরা প্রতিটি আন্তর্জাতিক ম্যাচেই ভালো করব। ধীরে ধীরে এই দলটা শক্তিশালী হয়ে উঠবে। যুব দল : তৌহিদ হৃদয় (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাজিদ হোসেন সিয়াম, মোহাম্মদ প্রান্তিক নওরোজ নাবিল, আমিত হাসান, শামিম হোসেন, আকবর আলী, মাহমুদুল হাসান জয়, রাকিবুল হাসান, মিনহাজুর রহমান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুন, আসাদুল্লাহ আলী গালিব ও শাহিন আলম। স্ট্যান্ড বাই : প্রীতম কুমার, শাহাদাত হোসেন, অভিষেক দাস, তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App