×

বিনোদন

১৬ বছর পর ঈশিতার গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ০৩:৩৮ পিএম

১৬ বছর পর ঈশিতার গান
২০০২ সালে সর্বশেষ গায়িকা হিসেবে ঈশিতাকে পেয়েছিলেন শ্রোতা দর্শক। সে বছর প্রয়াত প্রনব ঘোষের সুর সঙ্গীতে আহমেদ রিজভীর কথায় ‘রাত নিঝুম’ অ্যালবামটি প্রকাশিত হয়েছিল ঈশিতার। তবে এরপর বিভিন্ন বিশেষ বিশেষ দিবসে বিভিন্ন চ্যানেলে ঈশিতা গান গেয়েছেন। সর্বশেষ ২০১৩ সালে মাছরাঙা টিভিতে একটি অনুষ্ঠানে গান গেয়েছেন তিনি। তবে শ্রোতা দর্শকের কথা চিন্তা করে ১৬ বছর পর তিনি মৌলিক একটি গান গাইলেন। শুধু তাই নয় নিজের মতো করেই গানটির মিউজিক ভিডিও করেছেন তিনি। গানের শিরোনাম হচ্ছে ‘তোমার জানালায়’। গানের কথা লিখেছেন প্রখ্যাত চলচ্চিত্রকার আমজাদ হোসেনের ছেলে সোহেল আরমান। সুর সঙ্গীতায়োজন করেছেন ইবরার টিপু। নিজের গাওয়া মৌলিক গানটি প্রসঙ্গে রুমানা রশীদ ঈশিতা বলেন, গানটির কথা খুব চমৎকার। সবাই বেশ ভালো করেই জানেন যে সোহেল আরমান ভাই কত চমৎকার গান লিখেন। আবার ইবরার টিপুও চমৎকার সুর করেন। তার সঙ্গীতায়োজনও অসাধারণ। সবমিলিয়ে আমার মনেরমতো একটি গান হয়েছে। আমার নিজের কাছে গান এবং মিউজিক ভিডিওর একটি পূর্ণ সমন্বয়ের ভালোলাগা খুঁজে পাই। যে কারণেই আমি আশাবাদী গানটি শ্রোতা দর্শকের ভালোলাগবে। আমি অনেক আন্তরিকতা নিয়ে কাজটি করেছি। এই গানের সবকিছুতেই শ্রোতা দর্শক সেই আন্তরিকতার ছাপ পাবেন। উল্লেখ্য, আজ সন্ধ্যা ছয়টায় চ্যানলে আইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘চ্যানেল আই টিভি’ ঈশিতার ‘তোমার জানালায়’ গানটি প্রকাশ করা হবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন রেদওয়ান রনি। উল্লেখ্য, ঈশিতার প্রথম গানের অ্যালবাম ছিল ‘ভুলো না আমায়’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App