×

খেলা

যে কারণে ওয়ার্নের সংসার ভেঙেছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ০৪:১০ পিএম

যে কারণে ওয়ার্নের সংসার ভেঙেছিল
১৯৯৫ সালে অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্পিন বোলার শেন ওয়ার্ন সিমিওনেকে বিয়ে করেন। দশ বছর সংসার করার পর ২০০৫ সালে তাদের বিচ্ছেদ হয়। এ সময়ের মধ্যে শেন ওয়ার্ন তিন সন্তানের জনক হন। এ জুটির বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলা হলেও সিমিওনের মতে, বিবাহ ভেঙেছে তাদের মাঝে তৃতীয় পক্ষের উপস্থিতির কারণে। সেই তৃতীয় পক্ষ আর কেউ নন, তিনি হলেন ব্রিটিশ অভিনেত্রী এলিজাবেথ হারলি। শেনের সঙ্গে জনপ্রিয় এ মডেলের গোপনে চুটিয়ে প্রেম শুরু করা আর তা লোকমুখে জানাজানি হওয়ার ফলেই সিমিওনে-ওয়ার্নের মধুর সংসার ভেঙেছে। সম্প্রতি হারলি-ওয়ার্নের আগের প্রেম নিয়ে বেশ জল ঘোলা হচ্ছে। গত মাসে শেন ওয়ার্ন নিজের ৪৯তম জন্মদিনে সাবেক প্রেমিকা এলিজাবেথকে স্মরণ করেন। তারই ধারাবাহিকতায় ওয়ার্ন ইনস্টাগ্রামে দুজনার একটি ছবিও শেয়ার করেছিলেন। সেটা নিয়েই যত জল ঘোলা। কেউ কেউ বলছেন ওয়ার্ন আবারো এলিজাবেথের প্রেমে জড়াচ্ছেন আবার কেউবা বলছেন তারা হয়তো বিয়ের পিঁড়িতে বসবেন। কেননা দীর্ঘদিন পর দুজনার ভালোবাসা উতলে উঠেছে! আর এগুলো দেখেই তেলে-বেগুনে জ¦লে উঠেছেন সিমিওনে। তিনি বলেন, এলিজাবেথ একজন অপয়া নারী। সে নিজেও ওয়ার্নকে নিয়ে সুখী হতে পারেনি আর আমাকেও সুখী হতে দেয়নি। তার আগমন আমার জীবনকে উলট-পালট করে দিয়েছে। উল্লেখ্য, শেন ওয়ার্ন এখন পর্যন্ত একাধিক নারীর সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন। তার নামে নারীরা বেশ কয়েকবার হেনস্তা করার অভিযোগও এনেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ২০০০ সালে ব্রিটিশ এক নার্সকে আপত্তিকর বার্তা পাঠানো। এ ঘটনার পর ক্রিকেটপ্রেমীরা ওয়ার্নের অনেক সমালোচনা করেন। ভক্তদের কাছ থেকে সমালোচনা পেয়েও ওয়ার্ন শোধরাননি। ২০০৫ সালে এলিজাবেথের সঙ্গে গোপন সম্পর্কে জড়ান। যে কারণে ২০০৫ সালে সিমিওনের সঙ্গে তার বিচ্ছেদ হয়। ২০০৬ সালে ফের তার নামে অভিযোগ উঠে। এর মধ্যে ২০০৭ সালে সিমিওনে শেন ওয়ার্নের সঙ্গে ফের সংসার করার সিদ্ধান্ত নেন। তবে সিমিওনের ফোন দিয়ে ওয়ার্ন অন্য নারীকে ক্ষুদে বার্তা পাঠালে ফের ধরা পড়েন। ফলে সিমিওনে ওয়ার্নকে ছেড়ে চলে যান। ক্যারিয়ারে ১৪৫ টেস্ট ম্যাচে ওয়ার্ন ৭০৮ উইকেট শিকার করেছেন। আর ১৯৪ ওয়ানডে ম্যাচে তার শিকার ২৯৩ উইকেট।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App