×

পুরনো খবর

তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ১২:৩৩ পিএম

তারেকের মৃত্যুদণ্ড হওয়া উচিত ছিল
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে তারেক রহমানের ‘মৃত্যুদণ্ড’ হওয়া উচিত ছিল বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে রায় পরবর্তী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ মন্তব্য করেন। আইনমন্ত্রী বলেন, ২১ আগস্ট গ্রেনেড হামলার মূল হোতা খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। এই হামলায় জননেত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে একেবারে শেষ করে দেয়ার যে যড়যন্ত্র হয়েছিল, তার নায়ক ছিলেন তিনি। এ অবস্থায় তারেক রহমানকে যাবজ্জীবন দেয়া হয়েছে। কিন্তু আমাদের ধারণা, তার মৃত্যুদণ্ডই হওয়া উচিত ছিল। কেননা, এই হামলা কার্যকর করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন যারা, তাদের মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আমরা পূর্ণাঙ্গ রায়ের কপি এখনো হাতে পাইনি। পেলে সেটা পুরোপুরি দেখে সিদ্ধান্ত নেব যে, তারেক রহমান, কায়কোবাদ ও হারিছ চৌধুরীর মৃত্যুদণ্ডেরর জন্য আপিল করব কিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App