×

জাতীয়

গ্রেনেড হামলা মামলার রায়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ অক্টোবর ২০১৮, ০১:৪০ পিএম

গ্রেনেড হামলা মামলার রায়ে আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ
গ্রেনেড হামলা মামলার রায়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৯ জনের ফাঁসি ও তারেক রহমানের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করায় গতকাল বুধবার বিভিন্ন স্থানে আনন্দ মিছিল ও সমাবেশ করেছেন আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা মিষ্টি বিতরণও করেন। সমাবেশে বক্তরা বলেন, গ্রেনেড হামলা মামলার রায়ের মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। রায়ের প্রতি সম্মান জানিয়ে নেতারা বলেন, গ্রেনেড হামলার মূল পরিকল্পনাকারী তারেক জিয়ার যাবজ্জীবন কারাদণ্ডের পরিবর্তে ফাঁসির আদেশ প্রত্যাশা করেছিল দেশবাসী। তারেক জিয়ার ফাঁসির আদেশের জন্য উচ্চ আদালতে আপিল করার জন্য রাষ্ট্রপক্ষের আইনজীবীর প্রতি আহ্বান জানান তারা। এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন খুলনা : খুলনায় মিছিল করেছে মহানগর ও জেলা আওয়ামী লীগ। দুপুরে দলীয় কার্যালয় থেকে নেতাকর্মীরা এ মিছিল বের করেন। নগরীর পিকচার প্যালেস মোড় হয়ে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে মিছিলটি শেষ হয়। এ সময় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ মিজানুর রহমান মিজান এমপি, আওয়ামী লীগ নেতা এম ডি এ বাবুল রানা, কামরুজ্জামান জামাল, আকতারুজ্জামান বাবু, শ্যামল সিংহ রায়, মফিদুল ইসলাম টুটুল, এডভোকেট মো. সাইফুল ইসলাম,পারভেজ হাওলাদার প্রমুখ। বরিশাল : রায় ঘোষণার আগেই নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ সময় মহানগর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল, সদর আসনের এমপি জেবুন্নেছা আফরোজ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট তালুকদার মো. ইউনুস এমপিসহ অন্যরা উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পরপরই তারা নগরীতে একটি আনন্দ মিছিল করেন। মিছিল থেকে অবিলম্বে এ রায় কার্যকর করার দাবি জানানো হয়। নোয়াখালী : দুপুরে নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরীর নেতৃত্বে জেলা শহর মাইজদীতে মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এর আগে সকালে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনের সাংসদ মামুনুর রশিদ কিরণের নেতৃত্বে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীতে মিছিল বের করা হয়। মিছিলটি চৌমুহনীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পাবলিক হলে এসে শেষ হয়। ফরিদপুর : ফরিদপুরে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। রায় ঘোষণার সঙ্গে সঙ্গে উল্লসিত হয়ে নানা স্লোগান দেন উপস্থিত নেতাকর্মীরা। এ সময় তারা ফরিদপুর প্রেসক্লাবের সামনে নেতাকর্মীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। রায় ঘোষণার সংবাদে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে কোতোয়ালি আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা, শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মুনীর হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ প্রমুখ বক্তব্য রাখেন। জামালপুর : আওয়ামী লীগ শহরে আনন্দ মিছিল বের করে। মিছিল শেষে শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। প্রশাসন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে। সাভার (ঢাকা) : সন্তোষ প্রকাশ করে সাভারের বিভিন্ন সড়কে মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ। সংসদ সদস্য ডা. এনামুর রহমান, সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ঢাকা জেলা উত্তর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সায়েম মোল্যা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান এসব মিছিলে নেতৃত্ব দেন। ধুনট (বগুড়া) : রায় ঘোষণার পর বগুড়ার ধুনট উপজেলায় আনন্দ মিছিল করেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দুপুরে রায় ঘোষণার পরপরই দলীয় কার্যালয় থেকে আনন্দ মিছিল বের হয়। মিছিলে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মহসিন আলম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ, সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপনসহ প্রমুখ। বক্তারা অবিলম্বে রায় কার্যকর করার আহ্বান জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App