×

আন্তর্জাতিক

নতুন আইএসআই প্রধান নিয়োগ দিলেন ইমরান

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৮, ০৬:৩৪ পিএম

নতুন আইএসআই প্রধান নিয়োগ দিলেন ইমরান
পাকিস্তানের প্রভাবশালী গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের নতুন মহাপরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনিরের নাম ঘোষণা করা হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া উইং বুধবার এই ঘোষণা দিয়েছে বলে ডন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে। চলতি মাসেই আইএসআইয়ের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল নাভিদ মুখতার অবসরে যান। নাভিদ মুখতার ২০১৬ সালের ডিসেম্বর থেকে এ পদে দায়িত্ব পালন করে যাচ্ছেন। পাকিস্তানি বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল, নতুন আইএসআই-প্রধান লেফটেন্যান্ট জেনারেল অসিম মুনিরই হতে যাচ্ছেন। সেপ্টেম্বর মাসে অসিম মুনিরসহ আরো পাঁচ মেজর জেনারেলকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি দেয়া হয়। এর আগে জেনারেল মুনির পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থার ডিজি ছিলেন। তিনি ২০১৮ সালের মার্চে পাকিস্তানের সম্মানজনক বেসামরিক পুরস্কার হিলাল-ই-হাফিয-এ ভূষিত হন। তিনি দেশটির উত্তরাঞ্চলে ফোর্স কমান্ডের কমান্ডার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। পাকিস্তানে সেনাপ্রধানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ধরা হয় আইএসআই-প্রধানকে। প্রচলিত রীতি অনুসারে, আগে গোয়েন্দা সংস্থায় কাজ করার পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে এমন কোনো তিন তারকা জেনারেলকেই এই পদে নিয়োগ দেয়া হয়। সেনাপ্রধান কামার জাবেদ বাজওয়া সম্প্রতি ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে অন্য আলোচনার সঙ্গে ছিল আইএসআইয়ের নতুন প্রধান নিয়োগের বিষয়টিও। সেনাপ্রধান আইএসআইয়ের প্রধান হতে পারেন এমন তিনজনের নাম সুপারিশ করে প্রধানমন্ত্রীর কাছে পাঠান। এর মধ্য থেকে প্রধানমন্ত্রী একজনকে পরবর্তী আইএসআই-প্রধান হিসেবে বেছে নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App